পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে Uttar Banga Krishi Viswavidyalaya Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সাবজেক্ট ম্যাটার স্পেশালিষ্ট এবং অ্যাগ্রোমেট অবজারভার পদে নিয়োগ করা হবে।
UBKV Vacancy 2023 -তে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। কোনোপ্রকার লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।
UBKV Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
- Subject Matter Specialist
- Agromet Observer
মোট শূন্যপদ-
- Subject Matter Specialist: 02 টি
- Agromet Observer: 02 টি
মাসিক বেতন-
- Subject Matter Specialist: 15,600-39,100/- টাকা
- Agromet Observer: 5,200-20,200/- টাকা
আবেদন শুরু- 20/02/2023
আবেদন শেষ- 09/03/2023
বয়সসীমা-
- সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত উক্ত পদগুলোতে আবেদন করা যাবে।
- বয়স হিসাব করতে হবে 01/01/2020 তারিখ অনুযায়ী।
- সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা-
- Subject Matter Specialist: এই পদে আবেদনের জন্য উপযুক্ত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।
- Agromet Observer: এই পদে আবেদনের জন্য বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আবেদন মূল্য-
- Subject Matter Specialist: 1000/-টাকা
- Agromet Observer: 500/- টাকা
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya, P.O- Pundibari, Dist. Cooch Behar, Pin- 736165, West Bengal
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 09/03/2023 (05:00 PM)
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- অভিজ্ঞতার শংসাপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- অন্যান্য নথিপত্র
Important Links
Official Notification: Download Now
Application Form(1): Download Now
Application Form(2): Download Now
Official Website: Click Here