HomeBusiness ideasকলকাতার মহিলাদের জন্য বাড়িতে বসে ব্যবসা করার সেরা ৪টি আইডিয়া, মাসে প্রচুর...

কলকাতার মহিলাদের জন্য বাড়িতে বসে ব্যবসা করার সেরা ৪টি আইডিয়া, মাসে প্রচুর ইনকাম।

বর্তমানে মেয়েরা ছেলেদের তুলনায় কোন অংশে পিছিয়ে নেই। পড়াশোনা থেকে শুরু করে চাকরি ক্ষেত্র, কর্মক্ষেত্র সব জায়গায় সমানে সমানে ছেলেদের টক্কর দিয়ে চলছে মেয়েরা। বহু মহিলারা আছেন যারা বাড়িতে বসে ব্যবসা করতে চান এবং পরিবারের পাশে দাঁড়াতে চান। তবে উপযুক্ত আইডিয়ার অভাবে বা পুঁজির স্বল্পতার কারণে তারা ব্যবসার পথে এগোতে পারেন না। আজকের এই প্রতিবেদনে তাদেরকে বাড়িতে বসে ব্যবসা করার মতো ছয়টি বিজনেস আইডিয়া সম্পর্কে জানানো হলো। স্বল্প পুঁজি দিয়েই আপনারা এই ব্যবসা গুলি শুরু করতে পারবেন এবং লক্ষাধিক টাকা উপার্জন করতে পারবেন ব্যবসাগুলির মাধ্যমে।

কলকাতার মহিলারা বাড়িতে বসে করতে পারবেন এমন সেটা ৪টি বিজনেস আইডিয়া।

(Top 4 Home Business Ideas for Women in Kolkata)

অনলাইন কোচিং:

মহিলাদের জন্য বাড়িতে বসে উপার্জন করা সব থেকে সহজতম উপায় হল অনলাইন কোচিং। আপনার বাড়ির আশেপাশে এবং দূরদূরান্তে ছেলেমেয়েদের ও আপনি অনলাইনের মাধ্যমে পড়াতে পারবেন। আপনারা যে যে বিষয়ে দক্ষ, সেই বিষয়টি নিয়ে অনলাইনে পড়ানো শুরু করতে পারবেন । এই ব্যবসাতে আপনার মূলধন হিসেবে তেমন কিছুই লাগবে না। একটি ভাল এন্ড্রয়েড ডিভাইস বা কম্পিউটার ডিভাইস এবং ইন্টারনেট হলেই আপনি এগিয়ে যেতে পারবেন।

যত দিন যাবে, আপনার ছাত্র-ছাত্রীর সংখ্যাও ক্রমশ বাড়তে থাকবে এবং উপার্জন হতে থাকবে আগের থেকে অনেক বেশি । আপনার যদি অতিরিক্ত কোন স্কিল থাকে, যেমন নাচ, গান, কবিতা, আবৃতি তবে এইগুলি শিখিয়েও আপনি উপার্জন করতে পারবেন এবং এই ভাবে উপার্জন করার জন্য আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে না বা অনেক সময় নষ্ট করতে হবে না। বাড়িতে বসে নির্দিষ্ট সময় মেইনটেইন করেও আপনি উপার্জন চালিয়ে যেতে পারবেন।

ক্যাটারিং সার্ভিস:

কলকাতায় যতই রেস্টুরেন্ট বা বড় বড় খাবারের দোকান থাকুক না কেন, প্রত্যেকেই দিনশেষে বাড়ি তৈরি রান্নাই পছন্দ করেন। অনেক চাকুরীজীবী মানুষজন থাকেন, যারা রান্না করার সময় পান না কিন্তু চাকরি ক্ষেত্রে যাবার তাড়া থাকে। এছাড়া বহু বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা থাকেন, যারা ঠিকভাবে রান্না করতে পারেন না বলে তাদেরকে অনলাইনের মাধ্যমে বাইরে থেকে খাবার কিনে খেতে হয়।

আপনার রান্নার স্কিল যদি ভালো হয় এবং আপনি যদি ঘরোয়া রান্না ভাবে ভালো রান্না করতে পারেন, তবে এই ক্যাটারিং এর ব্যবসার মাধ্যমেও আপনি বাড়ি বসে অনেক টাকা উপার্জন করতে পারবেন। শুধুমাত্র খাবারগুলি ডেলিভারি দেবার জন্য আপনাকে একটি লোক রাখতে হবে এবং আপনার সার্ভিসের প্রমোশন করতে হবে সোশ্যাল মিডিয়াগুলির মাধ্যমে ।তাহলেই দেখবেন কয়েক মাসের মধ্যেই বহু সংখ্যক মানুষ আপনার কাছ থেকে খাবার অর্ডার করবে এবং অনেক টাকা উপার্জন করতে পারবেন আপনি বাড়িতে বসেই।

কাস্টমাইজড শাড়ি, বুটিক এর ব্যবসা:

মেয়ে মানেই সাজগোজ এর প্রতি একটা আলাদা ভালোবাসা। বাড়িতে বসেই আপনারা কাস্টমাইজড শাড়ি তৈরি এবং বুটিকের ব্যবসা করতে পারেন। আপনার পণ্যের প্রচার করার জন্য আপনি সোশ্যাল মিডিয়াগুলির সাহায্য নিতে পারেন। যেমন আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে আপনার পণ্যের ছবি এবং ডিটেলস সহ পোস্ট করতে পারেন। এছাড়া আপনি আপনার whatsapp স্ট্যাটাসেও আপনার পণ্যের বিবরণ দিতে পারেন। সেখান থেকে বহু মানুষ আপনার পণ্য কিনবে এবং আপনার পণ্যের কোয়ালিটি যদি ভাল হয় তবে খুব শীঘ্রই বহু সংখ্যক গ্রাহক আপনার হয়ে যাবে এবং লোকমুখে আপনার ব্যবসার কথা ছড়িয়ে পড়লে আরো বহু সংখ্যক মানুষ আপনার কাছ থেকে কাস্টমাইজ শাড়ি বা বুটিকের সামগ্রী কিনতে থাকবে।

কেক এবং বেকারী সামগ্রীর ব্যবসা:

এখন জন্মদিন হোক বা এনিভার্সারি বা কোন বিশেষ অনুষ্ঠান, বিশেষ মুহূর্তের উদযাপন – তার প্রধান একটি অংশ হিসেবে কেক থাকবেই। আপনি যদি কেক এবং বেকারি সামগ্রী তৈরির ব্যবসা শুরু করতে পারেন তবে খুব শীঘ্রই আপনি অনেক টাকা উপার্জন করার রাস্তা পেয়ে যাবেন। এইজন্য আপনাকে কেক তৈরির পদ্ধতি ভালোভাবে শিখতে হবে এবং আপনার কেকের স্বাদ যদি ভাল হয়, তবে দিনে দিনে আপনার গ্রাহক সংখ্যাও বাড়তে থাকবে। তার সাথে উপার্জন হবে কয়েকগুণ বেশি। আপনি যদি ভালো কেক তৈরি করতে পারেন তবে অন্যান্য ছেলেমেয়েদের কেক তৈরি করা শিখিয়েও উপার্জন করতে পারবেন আপনি।

এই রইল কলকাতার মেয়েদের জন্য বাড়িতে বসে ব্যবসা করার জন্য চারটি আইডিয়া ।আপনারা এই আইডিয়া গুলি কাজে লাগিয়ে আগামী দিনে অনেক টাকা উপার্জন করতে পারবেন। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সৎপথে, নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular