আগামী চার দিন রাজ্যের ঝড়-বৃষ্টি নিয়ে বড়ো আপডেট প্রকাশিত হলো। রাজ্যে বর্ষা রয়েছে প্রবেশের পথে। উত্তরবঙ্গে গতকালই বর্ষা প্রবেশ করেছে। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেরও সব জেলায় বৃষ্টিপাত সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে
পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে আগামী দু তিন দিন তাপ প্রবাহ থাকবে। গতকাল সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কোথাও বজ্রবিদ্যুৎ সহ, কোথাও বা অল্প বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, বীরভূম এবং হাওড়া জেলায় কমবেশি বৃষ্টিপাত হতে পারে। তারই সাথে বেশ কয়েকটি জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী ইত্যাদি জেলাতে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে। কয়েকটি এলাকাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। জারি থাকবে হলুদ সতর্কতা।
আজ ১২ই জুন মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলী, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম জেলাতে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলাতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে তাপ প্রবাহের সৃষ্টি হবে। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
১৪ এবং ১৫ জুনেও হতে পারে বেশ ঝড়-বৃষ্টি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা ইত্যাদি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দুই তিন দিন। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।