HomeBusiness ideasপ্রচুর মুনাফার জন্য চাকরির পাশাপাশি করতে পারেন এই ব্যবসাগুলি।

প্রচুর মুনাফার জন্য চাকরির পাশাপাশি করতে পারেন এই ব্যবসাগুলি।

চাকরির পাশাপাশি বেশি মুনাফা অর্জন করতে চাইলে করুন এই ব্যবসা। যার জন্য না লাগবে বেশি পুঁজি আর না লাগবে পূর্ব অভিজ্ঞতা (Past Experience)। বিনা খরচে বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা। নিশ্চয় ভাবছেন যে কোন ব্যবসার কথা বলছি? তাহলে আসুন বিস্তারিত জানা যাক।

এখানে বলছি ইউটিউব ভিডিও বানানোর(YouTube Video Making Business) ব্যবসার কথা।প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্মে আসেন সারাদিনের ব্যস্ততার মধ্যে একটুখানি মনোরঞ্জনের (Entertainment) জন্য। মানুষ যত বেশি পরিমাণে ভিডিও দেখবে, তত বেশি উপার্জন করতে পারবেন ইউটিউবাররা।

বর্তমানে ইউটিউবে ভিডিও দেখেন প্রায় প্রত্যেকেই নিজ পছন্দের ওপরে আর তার ওপর ভিত্তি করেই প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করা সম্ভব। বিশেষ করে কমবয়সী ছেলেমেয়েদের কাছে এটি সুবর্ণ সুযোগ কারণ তারা জানে যে বর্তমানে কি ধরণের ভিডিও বানালে মানুষ দেখবে।

ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে? জেনে নিন। খুব সহজ কয়েকটি স্টেপের মাধ্যমে খুলে ফেলা যায় আপনার ইউটিউব চ্যানেল।
i) প্রথমে ইউজারকে (User) নিজের ইমেল আইডি (Email Id) দিয়ে সাইন আপ করতে হবে।
ii) তারপর প্রোফাইল ফটোতে (Profile Photo) ক্লিক করলেই চ্যানেলের অপশন আসবে এবং সেখানে নিজের যাবতীয় তথ্য দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই খুলে যাবে আপনার ইউটিউব চ্যানেল(Youtube Channel)।
iii) এবার ভিডিও তৈরি করে আপলোড (Upload) করুন। এটাই আসল জিনিস। দেখুন আপনার চ্যানেলে একটি প্লাস অপশন রয়েছে। সেখানে ক্লিক করলে একটা পেজ খুলবে। এবার ভিডিও, শিরোনাম ইত্যাদি দিয়ে নিজের তৈরি ভিডিও আপলোড করতে হবে।

মনে রাখবেন যে শুধু ভিডিও নয়, ভিডিও-র পাশাপাশি রাখতে হবে ভিজ্যুয়াল পোস্টও(Visual Post)। ভিডিও আপলোড নিয়মিত ভাবে করবেন। প্রথম থেকেই আপনার ভিউজ, সাবস্ক্রাইবার, লাইক (Views, Subscriber, Like) হবেনা বেশি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করলে তবেই জনপ্রিয়তা বাড়বে এবং বাড়বে আপনার লাইক, ভিউজ ও সাবস্ক্রাইবার সংখ্যা। এছাড়াও নিজের বন্ধু এবং পরিচিতদের মধ্যে নিজের চ্যানেলের প্রচার করে দিন।

প্রসঙ্গত উল্লেখ্য যে যত বেশি ভিউজ, তত বেশি টাকা আয়। ভালো ভিডিও বানান যাতে বেশি পরিমাণে মানুষ আপনার ভিডিও দেখে। মনে রাখবেন যে ১০০০ সাবস্ক্রাইবার হলে তবেই গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করা যায়। সেই আবেদন মঞ্জুর হলে ভিডিওতে বিজ্ঞাপন (Advertisement) চালাবে ইউটিউব। এই বিজ্ঞাপনগুলিও আপনার টাকা উপার্জনের পথ সুগম করে। এইভাবেই অ্যাকাউন্টে আসতে থাকবে টাকা।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular