চাকরিহারাদের জন্য খনিক স্বস্তির নিশ্বাস। আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে, শ্রম আইনের অধীনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চাকরি যাঁরা হারিয়েছেন তাঁদের মে মাসের বেতন ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ। শিক্ষা দফতর সূত্রে এই খবর জানা গেছে। এখানেই শেষ নয়, মামলা চলাকালীন চাকরি হারাদের বেতন বন্ধ হবেনা বলেই জানা গেছে।
এর মধ্যেই যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা পেশ করার কথা বলেছে এসএসসি। দুর্নীতিগ্রস্ত এই মামলায় নতুন করে সিবিআই তদন্তের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর সূত্র অনুযায়ী, চাকরি যাঁরা হারিয়েছেন তাঁরা পুরো এপ্রিল মাস ধরে কাজ করেছেন তাই তাঁদের দেওয়া হবে পুরো মাসের বেতন। শ্রম আইনের আওতায় এই নিয়মে কেউ কাজ করলে তাকে ন্যায্য মূল্য দিতে হয়। তাই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য যে, যেসকল শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন, তাঁদের পুরো বেতন ফেরানোর কথা বলা হয়েছে। শুধু বেতনই নয়, সেই বেতন বছরে 12 শতাংশ হারে সুদসহ ফেরত দিতে হবে।
-Written by Riya Ghosh