টেট পরীক্ষা(TET Exam) সংক্রান্ত একটি বড় স্থগিতাদেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ২০২০-২২ শিক্ষাবর্ষের ডি এল এড পড়ুয়াদের একটি আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হল। যার জেরে প্রায় ১২ হাজার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল।
গত ডিসেম্বর মাসে যে প্রাথমিক টেট (Primary TET 2022) আয়োজন করা হয়েছিল, তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নির্দেশ দিয়েছেন বিচারপতি হিমা কোহলি এবং রাজেশ বিন্দাল। গত শুক্রবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি থাকবে বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে।
২০২০ – ২২ শিক্ষাবর্ষের ডিএলএড পড়ুয়ারা ২০২২ সালের টেট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তারা দাবি করেছিলেন যে, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সংসদের গাফিলতির জন্য তাদের ফাইনাল পরীক্ষা তখনো পর্যন্ত হয়নি। তাই তাদেরও পরীক্ষায় বসার সুযোগ পাওয়া উচিত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Avijit Gangopadhyay) তখন এই সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বাকি শিক্ষার্থীরা ডিভিশন বেঞ্চের(Division Bench) দ্বারস্থ হন। তারা দাবি করেন যে, কোর্স শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ এর সুযোগ দেওয়া সম্ভব নয়।
পুনরায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় ২০২০–২২ শিক্ষাবর্ষের ডিএলএড(D.L.Ed) পড়ুয়ারা। এই মামলাতেই শুক্রবার সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ জারি করা হলো।