HomeMoneyবেসরকারি কর্মীদের জন্য সুখবর, একলাফে অনেকটাই বেড়ে গেলো PF-এর সুদের হার।

বেসরকারি কর্মীদের জন্য সুখবর, একলাফে অনেকটাই বেড়ে গেলো PF-এর সুদের হার।

বেসরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বড় সুখবর। 2022-23 আর্থিক বছরের জন্য প্রভিডেন্ট ফান্ডের (PF) সুদের হার বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। সুদের হার বাড়িয়ে করা হয়েছে 8.15 শতাংশ। যার ফলে কর্মীদের পকেটে ঢুকবে আরও অতিরিক্ত কিছু টাকা।

এর আগের অর্থবর্ষে অর্থাৎ ২০২১-২২ আর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.১০ শতাংশ। সুদের হার বেড়েছে ০.০৫%। (The interest rate of PF has increased)

কেন্দ্রীয় শ্রম মন্ত্রী(Government of India Ministry of Labour & Employment) ভূপেন্দ্র যাদব জানিয়েছেন যে ২০২২ ২৩ অর্থ বর্ষের জন্য ইপিএফ(Employees’ Provident Fund Organisation) এর সুদের হার বাড়ানোর প্রস্তাবটি অর্থমন্ত্রকের(The Ministry of Finance) কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

Government of India Ministry of Labour & Employment ভূপেন্দ্র যাদব আরো জানিয়েছেন যে, অর্থ মন্ত্রকের অনুমোদন পেলেই এই বিষয়টি তারা কার্যকর করবেন। যার ফলে উপকৃত হতে চলেছে অসংখ্য বেসরকারি কর্মীরা।

গত এপ্রিল মাসে EPFO বা Employees’ Provident Fund Organisation মোট ১৭.২০ লক্ষ নতুন সদস্য যুক্ত করেছে। গত এপ্রিল মাসের হিসাব অনুযায়ী বর্তমানে EPFO এর ৫৪.১৫ শতাংশ কর্মীদের বয়স ২৫ বছরের কম। চাকরি ছেড়ে দেওয়া কর্মীদের সংখ্যাও কমেছে অনেকটাই। চাকরি ছাড়ার সংখ্যা ১১.৬৭ শতাংশ কমে ৩.৭৭ লক্ষে এসেছে। এছাড়াও এপ্রিল মাসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইপিএফও এর সদস্য হয়েছেন ৩.৩৮ লক্ষ মহিলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular