প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে সরকারি অফিসগুলির জন্য ২০২৪ সালের ছুটির তালিকা। সরকারি অফিস অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল সরকারি অফিস এবং সরকারি সাহায্য প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সমস্ত কলেজগুলি এই ছুটির তালিকা অনুযায়ী ছুটি ঘোষণা করবে। তবে হ্যাঁ, এই তালিকার ভিত্তিতেই বিদ্যালয় এবং কলেজের জন্য সংশ্লিষ্ট বোর্ডের তরফ থেকেও আলাদা করে ছুটির তালিকা প্রকাশ করা হবে।
এই ছুটির তালিকা মোটামুটি তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।
প্রথম শ্রেণীটি হল: N.I. Act (The Negotiable Instruments Act, 1881) অনুসারে ছুটির তালিকা যা প্রধানত সর্বভারতীয়ভাবে মেনে চলা হয়।
দ্বিতীয় তালিকাটি হল: রাজ্য সরকারের নির্দেশিকার ভিত্তিতে ছুটি (WB Holiday List 2024 under the order of State Government) যা রাজ্য সরকার নিজস্ব ক্ষমতাবলে এই ছুটি কেবলমাত্র নির্দিষ্ট রাজ্যের জন্য দিয়ে থাকে। এবং সর্বশেষ অর্থাৎ
তৃতীয় তালিকাটি হল: আংশিক ছুটি (Sectional Holiday List 2024)!
নিচে এই ছুটির তালিকা বিস্তারিত ভাবে দেওয়া হলো:
বিজ্ঞপ্তি নং:
6112-F(P2)
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:
09/11/2023
বিজ্ঞপ্তির প্রকাশক:
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর, নবান্ন।
২০২৪ সালের ছুটির তালিকা (WB Holiday List 2024):
তালিকা-1:
১২ জানুয়ারি, শুক্রবার: স্বামী বিবেকানন্দের জন্মদিন।
২৩ জানুয়ারি, মঙ্গলবার: নেতাজির জন্মদিন।
২৬ জানুয়ারি, শুক্রবার: প্রজাতন্ত্র দিবস।
১৪ ফেব্রুয়ারি, বুধবার: সরস্বতী পুজো।
২৫ মার্চ, সোমবার: দোলযাত্রা।
২৯ মার্চ, শুক্রবার: গুড ফ্রাইডে।
১১ এপ্রিল, বৃহস্পতিবার: ঈদ-উল-ফিতর।
১ মে, বুধবার: মে দিবস।
৮ মে, বুধবার: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
২৩ মে, বৃহস্পতিবার: বুদ্ধ পূর্ণিমা।
১৭ জুন, সোমবার: ঈদুজ্জোহা (বকরিদ)।
১৭ জুলাই, বুধবার: মহরম।
১৫ আগস্ট, বৃহস্পতিবার: স্বাধীনতা দিবস।
২ অক্টোবর, বুধবার: গান্ধীজির জন্মদিন ও মহালয়া।
১০ অক্টোবর, বৃহস্পতিবার: মহাসপ্তমী পুজো।
১১ অক্টোবর, শুক্রবার: মহাঅষ্টমী ও মহানবমী পুজো।
১২ অক্টোবর, শনিবার: মহাদশমী পুজো।
১৬ অক্টোবর, বুধবার: লক্ষ্মীপূজা।
৩১ অক্টোবর, বৃহস্পতিবার: কালীপুজো।
১৫ নভেম্বর, শুক্রবার: গুরু নানকের জন্মদিন।
২৫ ডিসেম্বর, বুধবার: বড়দিন।
১ এপ্রিল, সোমবার: সমস্ত ব্যাঙ্ক বন্ধ।
তালিকা-2:
১ জানুয়ারি, সোমবার: নিউ ইয়ার।
১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: সরস্বতী পূজার আগের দিন।
২৬ ফেব্রুয়ারি, সোমবার: সবেবরাত।
৪ মার্চ, শুক্রবার: শিবরাত্রি।
২৬ মার্চ, মঙ্গলবার: দোলযাত্রার পরের দিন।
৬ এপ্রিল, শনিবার: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন।
১০ এপ্রিল, বুধবার: ঈদ-উল-ফিতর এর আগের দিন।
১৩ জুলাই, শনিবার: কবি ভানু ভক্তের জন্মদিন(শুধুমাত্র
দার্জিলিং এবং কালিম্পং জেলার
জন্য)
১৯ আগস্ট, সোমবার: রাখি বন্ধন।
২৬ আগস্ট, সোমবার: জন্মাষ্টমী।
১৬ সেপ্টেম্বর, সোমবার: ফতেহা-দোয়াজ-দাহাম।
৭ অক্টোবর, সোমবার: মহাচতুর্থী।
৮ অক্টোবর, মঙ্গলবার: মহাপঞ্চমী।
১৪ অক্টোবর, সোমবার: দুর্গাপূজার অন্যান্য দিন।
১৫ অক্টোবর, মঙ্গলবার: দুর্গাপূজার অন্যান্য দিন।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার: লক্ষ্মীপূজার অন্য দিন।
১৮ অক্টোবর, শুক্রবার: লক্ষ্মীপুজোর অন্য দিন।
১ নভেম্বর, শুক্রবার: কালীপুজোর অন্যান্য দিন।
৪ নভেম্বর, সোমবার: ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন।
৭ নভেম্বর, বৃহস্পতিবার: ছট পূজা।
৮ নভেম্বর, শুক্রবার: ছট পূজার পরের দিন।
পরে জানানো হবে: করম পূজা।
তালিকা-3:
২৪ ফেব্রুয়ারি, শনিবার: গুরু রবিদাসের জন্মদিন।
৩০ মার্চ, শনিবার: ইস্টার (শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের
জন্য)
১৪ এপ্রিল, রবিবার: বাঙালির নববর্ষ ও ডঃ বি.আর.
আম্বেদকরের জন্মদিন।
২১ এপ্রিল, রবিবার: মহাবীর জয়ন্তী।
৭ জুলাই, রবিবার: রথযাত্রা।
৩ নভেম্বর, রবিবার: ভ্রাতৃদ্বিতীয়া।
উপরিউক্ত সমস্ত তালিকার ছুটি ছাড়াও প্রতি সপ্তাহের রবিবার ছুটি থাকবে।
-Written by Riya Ghosh