HomeDAরাজ্য সরকারের সওয়ালে ফের পিছিয়ে গেল DA মামলা, জানুন বিস্তারিত।

রাজ্য সরকারের সওয়ালে ফের পিছিয়ে গেল DA মামলা, জানুন বিস্তারিত।

মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় ১৪ই জুলাই ছিল সুপ্রিম কোর্টের(Supreme Court) শুনানির তারিখ। রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আশা ছিল যে, এই মামলায় জয় তাদেরই হবে l। তবে ফলাফল ঠিক তেমনটা হলো না। নির্দিষ্ট কোন রায় দেওয়া হলো না সুপ্রিম কোর্টের তরফ থেকে। উপরন্ত পিছিয়ে গেছে মামলার শুনানি।

১৪ ই জুলাই শুক্রবার বিচারপতি পঙ্কজ মিত্তাল এবং ঋষিকেশ রায়ের বেঞ্চে উঠেছিল পশ্চিমবঙ্গের মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলাটি(West Bengal Dearness Allowance Case)। তবে এই দিন মামলার কোন চূড়ান্তর আয়োজন করা হলো না। উপরন্তু মামলার শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন শুনানি কবে হবে, সেই তারিখ সম্পর্কে এখনো অব্দি কোন তথ্য জানানো হয়নি।

মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পেছনে রয়েছে রাজ্য সরকারের একটি সওয়াল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংঘমভি বলেন যে বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীর(West Bengal Government Employees) সংখ্যা প্রায় চার লক্ষ। এই বিপুল সংখ্যক সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে গেলে রাজ্য সরকারের প্রয়োজন ৪১ হাজার কোটি রাখা। এই পরিস্থিতিতে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে।

আর ঠিক এই কারণেই আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি। তবে আগামী শুনানির চূড়ান্ত দিনক্ষণ সম্পর্কে কিছু জানানো হয়নি। সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবী আগামী ৮ ই আগস্ট শুনানির জন্য আবেদন জানান। তবে বিচারপতি মামলাটির বিস্তারিত শুনানির কথা বলেছেন।

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, প্রতিবারের মতো এবারও রাজ্য সরকারের আইনজীবী আগের মত একই কথা বলতে থাকেন যে, রাজ্যে প্রায় চার লক্ষ সরকারি কর্মচারী রয়েছে এবং তাদের মহার্ঘ ভাতা দিতে গেলে সরকারের প্রয়োজন ৪২ হাজার কোটি টাকা।

২০১৬ সাল থেকে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি চলছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে এই মামলাটি শুরু হয়েছিল। তারপর ক্রমে মামলাটি গড়িয়েছে হাইকোর্ট(Kolkata High Court) থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular