HomeEducation Newsরাজ্যে টেট পাশ সার্টিফিকেটের মেয়াদ বদল, বৈধ থাকবে আজীবন। সিদ্ধান্ত স্কুল সার্ভিস...

রাজ্যে টেট পাশ সার্টিফিকেটের মেয়াদ বদল, বৈধ থাকবে আজীবন। সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের।

রাজ্যের টেট প্রার্থীদের জন্য সুখবর। এবার থেকে আর টেট পরীক্ষায়(TET Exam) উত্তীর্ণ হলে নতুন করে টেট পরীক্ষা দেওয়া লাগবে না। একবার টেট পাশ করলে সেই সার্টিফিকেটের(TET Certificate 2023) মেয়াদ থাকবে আজীবন। কেন্দ্রের এই নির্দেশ মেনে নিল রাজ্য সরকার। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন(School Service Commission) এর পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হলো, টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ থাকবে আজীবন।

NCTE এর তরফ থেকে টেট পাশ সার্টিফিকেটের মেয়াদ আজীবন বৈধ করার জন্য আইনে সংশোধন করা হয়। সেই নির্দেশিকা পাঠানো হয় ভারতের সমস্ত রাজ্যগুলিতে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের(West Bengal) তরফ থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়নি। অবশেষে সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের(School Education Department) তরফে কেন্দ্রের আইন মানার কথা জানিয়ে চিঠি পাঠানো হয় রাজ্যের SSC কে। তারপরই রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়।

টেট পাশ সার্টিফিকেটের(Tet Certificate Validity) মেয়াদ আজীবন বৈধ করা হলে এর দরুণ উপকৃত হবেন রাজ্যের কয়েক হাজার টেট উত্তীর্ণ প্রার্থী। এর আগে নিয়ম ছিল একবার কোনো প্রার্থী যদি টেট উত্তীর্ণ হন, তাহলে তার সার্টিফিকেটের মেয়াদ থাকবে আগামী সাত বছর পর্যন্ত। ৭ বছর পরে তাকে পুনরায় আবার টেট পরীক্ষায় বসে সার্টিফিকেট অর্জন করতে হতো। তবে নতুন এই নির্দেশিকা চালু হবার পরে একবার টেট পরীক্ষা দিলে পুনরায় আর টেট পরীক্ষা দেবার দরকার নেই ছাত্রছাত্রীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular