HomeEducation NewsTET Exam 2023: আবার হচ্ছে প্রাইমারি টেট! সামনের ১০ই ডিসেম্বর পরীক্ষা, জানুন...

TET Exam 2023: আবার হচ্ছে প্রাইমারি টেট! সামনের ১০ই ডিসেম্বর পরীক্ষা, জানুন বিস্তারিত।

টেট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর। চলতি বছরের টেট পরীক্ষার দিন ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আগামী বুধবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তী দিন অর্থাৎ বৃহস্পতিবার সংবাদপত্রে প্রকাশিত হবে টেট পরিক্ষার খবরটি। তিনি জানিয়েছেন আগামী ১০ ডিসেম্বর এ বছরের টেট পরীক্ষার(WB Primary TET 2023) আয়োজন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে টেটের ফর্ম পূরণ(TET Form Fillup 2023)করতে পারবেন পরীক্ষার্থীরা।

৫ বছরের অপেক্ষার পর গত বছর ২০২২ সালের ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল। পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ, যার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১ লাখ ৫০ হাজারেরও বেশি। টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল এই বছরের ১০ই ফেব্রুয়ারি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের(WBBPE) সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন চলতি বছরেও আবার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের(Primary Teacher Recruitment) জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবার থেকে প্রত্যেক বছরই প্রাথমিক টেট(Primary TET) পরীক্ষা হবে।

তখন বলা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে এবার থেকে প্রত্যেক বছর দুবার করে প্রাইমারি টেট পরীক্ষা নেবার চেষ্টা করবে। সোশ্যাল মিডিয়াতে আলোচিত অন্যতম একটি বিষয় ছিল ২০২৩ সালের টেট পরীক্ষা, যেটির সম্ভাব্য সময় হিসেবে ২০২৩ এর ডিসেম্বর মাসকেই ধরে নেওয়া হয়েছিল। এবারে সেই নির্দিষ্ট তারিখের কথাও জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের(WBBPE) সভাপতি গৌতম পাল।

দীর্ঘ অপেক্ষার পর গত বছর প্রার্থীরা টেট পরীক্ষায়(TET Exam 2022) বসার সুযোগ পেয়েছিলেন। দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন এই পরীক্ষায়। এ বছরও আশা করা হচ্ছে আরও বেশি সংখ্যক পরীক্ষার্থী টেট পরীক্ষায় অংশগ্রহণ করবেন, উত্তীর্ণ হবেন এবং পরবর্তীকালে নিয়োগ প্রক্রিয়াতেও তারা অংশগ্রহণ করতে পারবেন।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যারা বিএড করেছেন, তাঁরা এ বছর টেট পরীক্ষায় বসতে পারবেন না। তবে প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ নিলে তারা টেট পরীক্ষা দিতে পারবেন। গত বছরের টেট পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও চলতি বছর টেট পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করতে পারবেন।

আগেরবারের মতো এবারও বায়োমেট্রিক, সিসিটিভি সহ অন্যান্য কড়া পদক্ষেপগুলি মেনে চলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তেমনটাই ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular