HomeDASupreme Court DA Case: আবার পিছিয়ে গেলো DA মামলার তারিখ, জানুন পরবর্তী...

Supreme Court DA Case: আবার পিছিয়ে গেলো DA মামলার তারিখ, জানুন পরবর্তী শুনানি কত তরিখে হবে।

আরো একবার সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল মহার্ঘভাতা (DA Case) সংক্রান্ত মামলা। ২১ মার্চ ২০২৩ তারিখে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হবার কথা ছিল, তবে বিচারপতিরা (Supreme Court Justice) ব্যস্ত থাকার দরুন মামলা এসলাসে ওঠেনি এবং শুনানির দিন পিছিয়ে দেওয়া হল। যে সমস্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে Da এর দাবিতে লড়াই করে আসছেন , তারা আরো একবার হতাশ হয়ে পড়লেন।

সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে ২১ মার্চ ২০২৩ তারিখে যে শুনানিটি হবার কথা ছিল মহার্ঘ্য ভাতা নিয়ে, সেই শুনানিটি পুনরায় করা হবে আগামী মাসের ১১ই এপ্রিল তারিখে। এই দিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ব্যস্ত থাকায় শুনানি সম্ভব হয়নি। কার্যত কিছুটা নিরাশ হয়ে পড়েছেন এতদিন ধরে আন্দোলন করে আসা সরকারি কর্মচারীরা (West Bengal Government Employees) এবং শহীদ মিনারের (Saheed Minar) নিচে ধর্নামঞ্চে অবস্থানকারী আন্দোলনকারীরা।

এর আগে সুপ্রিম কোর্ট একটি সার্কুলার (Supreme Court Circular) জারি করে জানিয়েছিল যে ১৫ই মার্চ এর বদলে আগামী ২১ মার্চ শুনানি হবে। তবে ২১ মার্চ আসার পর আবারও সেই দিন পিছিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল লিভ পিটিশন (Special Leave Petition, West Bengal) এর ভিত্তিতে এই শুনানি হবার কথা ছিল সুপ্রিম কোর্টে। আগামী ২১ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে সুপ্রিমকোর্টের তরফ থেকে।

কলকাতা শহীদ মিনারের নিচে ধরনা মঞ্চে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন অনেক আন্দোলনকারীরা। এর মধ্যে রয়েছেন বহু সরকারি কর্মচারীরাও। অনশন আন্দোলন চালাচ্ছেন তারা। অনশনকারীদের মধ্যে পাঁচজনের একটি দল রাজ্যপালের (West Bengal Governor) সাথে কথাও বলেছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল তাদের সাথে কথা বলে অনশন তুলতে বললেও, তারা সেই কথায় রাজি হননি। তারা দাবি করেছেন যে যতদিন পর্যন্ত তারা তাদের ন্যায্য মহার্ঘ্য ভাতা পাচ্ছেন না, ততদিন পর্যন্ত অনশন চলবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন যে, রাজ্যে কাজ করে কেন্দ্র সরকারের মতো DA চাওয়া অনৈতিক। এছাড়া তিনি আরো বলেন যে , রাজ্য সরকার যতটা পারছে ততটা DA দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular