ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য এবং মেয়েদের শিক্ষা এবং সার্বিক উন্নতির জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বেশ কিছু স্কিম চালু আছে। তার মধ্যে অন্যতম একটি স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)।
সুকন্যা সমৃদ্ধি যোজনা কি?
দেশের অনেক জায়গায় মেয়েদেরকে খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয়। মূলত অর্থের অভাবে অভিভাবকেরা খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেন। এই সকল মেয়েদের সাহায্য করার জন্যই চালু করা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পে মেয়েদের জন্য স্বল্প সঞ্চয় হিসাবে কিছু পরিমাণ টাকা জমা করে রাখা যাবে এবং পরবর্তীকালে চড়া সুদের হারে মিলবে অনেক টাকা।
সুকন্যা সমৃদ্ধি যোজনার নীতি কি?
কন্যা সন্তানের বয়স যখন দুই বছর থেকে ১০ বছর বয়সের মধ্যে, তখন সেই সন্তানের বাবা মাকে এই যোজনাতে একাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে হবে কন্যা সন্তানের নামে। বাবা এবং মায়ের নাম থাকবে শুধুমাত্র আমানতকারী হিসেবে। একজন কন্যা সন্তানের নামে একটিই একাউন্ট খোলা যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে একাউন্ট খুলতে কোন কোন ডকুমেন্ট দরকার হবে?
অভিবাবকের পরিচয়পত্ররে প্রমাণ,ভোটার কার্ড, প্যান কার্ড, বা আধার কার্ড, কন্যা সন্তানের জন্মপ্রমাণ। অ্যাকাউন্ট খোলার ফর্ম,বাবা মায়ের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট কোথায় খুলতে পারবেন?
সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট পোস্ট অফিস থেকে খুলতে পারবেন। বহু পোস্ট অফিসের বাইরে সুকন্যা সমৃদ্ধি যোজনার বিষদ বিবরণ দিয়ে পোস্টার লাগানো হয়েছে, যাতে করে বহু সংখ্যক অভিভাবক এই বিষয়টি সম্পর্কে জানতে পারেন।
এছাড়া ভারত সরকার অনুমোদিত যে কোন ব্যাংক থেকে এই একাউন্ট খোলা যাবে। যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ,ইউকো ব্যাংক ইত্যাদি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খোলার ফর্মটি ডাউনলোড করা যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগবে?
১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্টটি খোলা যাবে। আগে ১০০০ টাকা সর্বনিম্ন বিনিয়োগ হিসেবে ধার্য ছিল। বর্তমানে সেই বিনিয়োগের মান কমিয়ে করা হয়েছে 250 টাকা।
প্রতিবছর একাউন্টে নুন্যতম ১০০০ টাকা জমা করতে হবে। প্রত্যেক একাউন্টে সর্বোচ্চ এক লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত জমা করা যেতে পারে।
অ্যাকাউন্ট খোলা ১৪ বছর পর পর্যন্ত টাকা জমা করা যাবে। বছরে ৯.১ শতাংশ হারে সুদ দেওয়া হবে।প্রতি বছর এপ্রিল মাসে সুদের হার সংশোধন করা যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয় কিভাবে ? এবং কিভাবে একাউন্ট সক্রিয় করবেন?
যদি কোন বছরে নূন্যতম এক হাজার টাকা জমা না দেওয়া হয় তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ৫০ টাকা চার্জ জমা করলে আবার একাউন্টটি পুনরায় সক্রিয় করা যাবে।
একই পরিবারের সর্বোচ্চ দুজন কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খোলা সম্ভব। তবে যদি কোন পরিবারের জমজ সন্তান জন্ম নেয় ,তবে ডাক্তার বা নার্সিংহোমের লিখিত পত্র জমা করে একাউন্ট খোলা যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়াদ কত?
যে কন্যা সন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খোলা হচ্ছে তার বিয়ের আগে পর্যন্ত এই অ্যাকাউন্টের মেয়াদ থাকবে। তবে উচ্চশিক্ষার জন্য ১৮ বছর বয়সের পরে অর্ধেক টাকা অর্থাৎ ৫০% টাকা তুলতে পারবেন সেই কন্যা সন্তান। যদি কন্যা সন্তান গুরুতর অসুস্থ হয় তাহলে জরুরী ভিত্তিতে টাকা তোলা যাবে।
মেয়েদের উন্নতির জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্র সরকারের। আশা করা যাচ্ছে যে বিগত বছরগুলিতে এবং চলতি বছরে যারা আবেদন করছেন এই প্রকল্পে, তারা কয়েক বছর পর বিপুল পরিমাণ টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে।