রাজ্যের বহু স্কুল শিক্ষকরা রমরমিয়ে টিউশন পড়িয়ে থাকেন। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সরকারি স্কুলে কর্মরত, তারা আলাদা করে প্রাইভেট টিউশন(Tution) পড়াতে পারবেন না। তবে রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের(Government School Teachers) প্রাইভেট টিউশনির চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। বিভিন্ন প্রাইভেট টিউশন এসোসিয়েশনগুলি(WB Private Tution Associations) এই বিষয়ে অনেকদিন আগে থেকেই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। রাজ্য সরকার এর আগে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল স্কুল শিক্ষকদের টিউশনি বন্ধ করার লক্ষ্যে, তারপরেও রাজ্যের একাধিক জেলায় সরকারি স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকারা আগের মতই টিউশন পড়িয়ে চলেছেন। তাই এবার সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিউশন পড়ানো বন্ধ করার লক্ষ্যে কড়া পদক্ষেপ নিতে মাঠে নামল স্বয়ং রাজ্য সরকার(West Bengal Government)।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই শিক্ষকদের বিরুদ্ধে একটি তদন্ত কমিশন গঠন করা হচ্ছে। এই কমিটিকে শিক্ষকদের টিউশন পড়ানো সংক্রান্ত বিষয়ে তদন্ত করার ভার দেওয়া হয়েছে রাজ্যের তরফে। বিভিন্ন জেলায় সরকারি স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন পড়াচ্ছেন, তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের নাম রয়েছে, তাদের তদন্তকারী টিমের মুখোমুখি হতে হবে। তারপর গোটা রিপোর্টটি পাঠানো হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে।
এর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিদ্যালয় পরিদর্শকদের(School Inspectors) নির্দেশ দেওয়া হয়েছিল স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি আটকানোর জন্য। তবে বিদ্যালয় পরিদর্শকদের তরফ থেকে কোন ইতিবাচক উত্তর না আসার জন্য পর্ষদের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের কড়া চিঠি পাঠানো হয়। এই বিষয়ে সব থেকে বেশি অভিযোগ রয়েছে উত্তর ২৪ পরগনা(North 24 Parganas) জেলায়। তবে রাজ্যের অন্যান্য জেলাতেও প্রাইভেট টিউশন পড়ানো সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা নেহাত কম নয়।