আগামী ১৫ অগস্টই দারুণ সুখবর পেতে পারেন রাজ্য সরকারের কর্মীরা। এমনই আভাস দিলো রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী ১৫ তারিখ ঘোষণা করতে পারেন রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা। স্বাধীনতা দিবসের দিনটিকেই মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন এমন সুখবর দেবার জন্য। এইদিন সরকারিভাবে মহার্ঘ ভাতার ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে কোনো নির্দেশিকা জারি করা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
একটি সূত্রের খবর অনুযায়ী এই ঘোষণার কথা জানা গেছে। জানা গেছে যে আগামী ১৫ অগস্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এই ঘোষণা কার্যকর হলে লাভবান হবেন প্রায় সাত লাখ সরকারি কর্মচারীরা।যদিও এখনো পর্যন্ত সরকারি ভাবে এই বিষয়ে কোনোরকম ঘোষণা করা হয়নি।
এই মহার্ঘ ভাতা ঠিক কতগুণ বাড়ানো হবে? সূত্র অনুযায়ী জানা গেছে যে মোট ৪% ডিএ বাড়ানো হতে পারে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন ৪৬ শতাংশ হারে ডিএ এবং চার শতাংশ বৃদ্ধি পেলে সেই পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশতে অর্থাৎ সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পেতে পারেন।
তবে এই কথা জেনে রাখা ভালো যে যদি আগামী ১৫ অগস্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়, তাহলে তাঁরা বেশিদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে মহার্ঘ ভাতা পাবেন না সম্ভবত। তার কারণ কেন্দ্রীয় সরকার আগামী সেপ্টেম্বর মাসেই আবারও মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারেন বলে ঘোষণা করা হবে।