NSOU অর্থাৎ Netaji Subhash Open University এর তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। স্থায়ী ও অস্থায়ী, দুটি ভাবেই করা হবে কর্মী নিয়োগ করা হবে।নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে জেনে নিন বিস্তারিত।
পদের নাম:
Faculty
শূন্যপদ:
২টি শূন্যপদ রয়েছে।
কোন বিষয় পড়ানো হবে:
Economics বা অর্থনীতি পড়ানোর জন্যই এই নিয়োগ।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বাপেক্ষা ৬৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন সীমা:
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে কর্মীকে।
যোগ্যতা:
i) আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত অর্থনীতি বিষয়ে পারদর্শী প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর (Professor/Associate Professor) হতে হবে এবং UGC এর নিয়ম অনুযায়ী অর্থনীতিতে স্নাতকোত্তরের পর পিএইচডি (PhD) এবং ন্যূনতম পাঁচটি প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে।
ii) যেসব প্রার্থীর SLM লেখার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা (Past Experience) আছে তাঁরা অগ্রাধিকার পাবেন।
ইন্টারভিউ এর তারিখ ও স্থান:
ইন্টারভিউ নেওয়া হবে আগামী ২৩ জুলাই দুপুর ৩টে নাগাদ সল্টলেকে বিশ্ববিদ্যালয়ের হেড কোয়ার্টারে(Headquarter)।
আবেদনকারীদের দুপুর আড়াইটার মধ্যে নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য সমেত পৌঁছে যেতে হবে।
অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন ওয়েবসাইটে গিয়ে।
Official Website Link:
https://www.wbnsou.ac.in
-Written by Riya Ghosh