আপনি কি ডাটা এনালিটিক্স নিয়ে পড়তে চান? তাহলে সুযোগ দিচ্ছেন সেন্ট জেভিয়ার্স কলেজ(St. Xaviers College)। সেন্ট জেভিয়ার্স কলেজে অনলাইন কোর্সে ডাটা এনালিটিক্স নিয়ে পড়তে পারেন। এই কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক বিষয়ক কোর্স চালু হয়েছে। তারই মধ্যে অন্যতম একটি কোর্স হলো ডাটা এনালিটিক্স। সেন্ট জেভিয়ার্স ও শিক্ষার্থীদের এই কোর্স করার সুযোগ দিচ্ছে। অনলাইনের মাধ্যমেই এই কোর্সটি করতে পারবেন শিক্ষার্থীরা।
কোর্সের নাম-
আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ডেটা অ্যানালিটিক্স।
কারা আবেদন করতে পারবেন?
যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে। সি/ সি++/ জাভা/ পাইথন-এর যেকোনো একটি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। পড়ুয়াদের ল্যাপটপ/ ডেস্কটপে উইনডোজ় ১০ থাকা আবশ্যক।
কোর্সের মেয়াদ-
কোর্সের মেয়াদ মাত্র ৬ সপ্তাহ। মাইক্রোসফট টিমস এর মাধ্যমেই এই কোর্স টি করতে পারবেন।
কবে থেকে ক্লাস শুরু হবে?
আগামী মাসের ২৩ সেপ্টেম্বর তারিখ থেকে ক্লাস শুরু হবে। প্রতি শনিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এবং প্রতি রবিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্লাস চলবে।
কোর্স ফি-
কোর্স ফি এর পরিমাণ ২৫০০ টাকা।
যারা আগে ভর্তির আবেদন করবেন তাদের আগে সুযোগ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি-
কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র, সমস্ত নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে। এরপর এডমিশন সিটটি ডাউনলোড করতে হবে এবং তা পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত মেইল আইডিতে।