HomeEducation Newsস্টাফ সিলেকশন কমিশনের অধীনে CGL, CHSL, JE ও SI পরীক্ষার তারিখ ঘোষিত,...

স্টাফ সিলেকশন কমিশনের অধীনে CGL, CHSL, JE ও SI পরীক্ষার তারিখ ঘোষিত, জেনে নিন বিশদে।

SSC অর্থাৎ Staff Selection Commission হলো ভারতের কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি যা কেন্দ্রের তরফের চাকরির জন্য আয়োজিত হয়ে থাকে। বর্তমানে চাকরির বাজার মন্দা হলেও SSC এর অধীনে থাকা পরীক্ষাগুলো দিয়ে কিন্তু অনেকেই আশার আলো দেখতে পাচ্ছেন।

২০২৩ সালের SSC অর্থাৎ Staff Selection Commission এর অধীনে থাকা পরীক্ষাগুলোর জন্য যাঁরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, তাঁদের জন্য রয়েছে একটি সুখবর। ২০২৩ সালের SSC এর অধীনে থাকা বিভিন্ন পরীক্ষার দিন, তারিখ প্রকাশিত হয়ে গেল। কবে কোন পরীক্ষা পড়েছে আসুন জেনে নেওয়া যাক।

Staff Selection Commission এর আওতায় থাকা ২০২৩ সালের প্রতিটি পরীক্ষার তারিখ ওয়েবসাইটের (Website) মাধ্যমে জানানো হয়েছে। পরীক্ষাগুলো পড়েছে পরপর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে। ওয়েবসাইটে গেলেই আরো বিস্তারিত জানতে পারা যাবে।

পরীক্ষার দিনক্ষণ:

Combined Graduate Level 2023 Tire 3 Exam Date:

25th, 26th, 27th October পড়েছে এই পরীক্ষা।

i) Combined Higher Secondary Level Tier 2 Exam Date:
2nd November এ পড়েছে এই পরীক্ষা।

ii) Junior Engineer Paper 2 Exam Date:

4th December এ পড়েছে এই পরীক্ষা।

iii) Sub Inspector and Central Armed Police Examination Tier 2 Exam Date:
22nd December এ পড়েছে এই পরীক্ষা।

SSC পরীক্ষার ক্যালেন্ডার ডাউনলোড করবেন কিভাবে?
(How to Download SSC Exam Calendar?)

i) SSC পরীক্ষার ক্যালেন্ডার ডাউনলোড (Calendar Download) করতে হলে পরীক্ষার্থীদের প্রথমে যেতে হবে SSC এর Official Website এ।
ii) ওয়েবসাইটে যাবার পরে ‘Homepage’ থেকেই আপনি Exam Calendar এর জন্য লিঙ্ক (Link) পেয়ে যাবেন।
iii) লিঙ্কে ক্লিক করলেই পরীক্ষার তারিখসহ একটি PDF পাবেন।
iv) PDF টি দেখে নিতে পারেন অথবা Download অপশনে গিয়ে Download ও করে নিতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে সরকারের কাছে National Medical Commission আবেদন করেছিল এর আগেই যাতে ২০২৩ সালের ডিসেম্বর থেকে NEET-PG এর বদলে NEXT অথবা National Exits Test অনুষ্ঠিত হয়। এই অবস্থায় অনেকের মনেই এই প্রশ্ন দেখা দেয় যে, তাহলে কি ২০১৯ সালের MBBS Batch প্রথমবার বসতে হবে NEXT পরীক্ষায়। সেই ধন্দের মেঘ কাটিয়ে দিল Medical Commission! অর্থাৎ তারা জানিয়ে দিল যে NEXT এর প্রথম পরীক্ষার বছর এবং কারা এর আওতায় আসবেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular