HomeJob updatesSSC Phase XI Recruitment: স্টাফ সিলেকশন কমিশনে ৫৩৬৯ টি শূন্যপদে নিয়োগ, আবেদন...

SSC Phase XI Recruitment: স্টাফ সিলেকশন কমিশনে ৫৩৬৯ টি শূন্যপদে নিয়োগ, আবেদন চলছে

কেন্দ্রীয় সরকারের চাকরিগুলির (Central Government Jobs) মধ্যে অনেকটা অংশের নিয়োগ হয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। প্রতিবছর Staff Selection Commission এর মাধ্যমে বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হয় সারা ভারত জুড়ে এবং কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করা হয়।

সম্প্রতি SSC এর পক্ষ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি (SSC Recruitment 2023) প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। দেশ জুড়ে ৫০০০ এর বেশি পদে নিয়োগ হতে চলেছে। দেশের যেকোনো রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবেন।

SSC PHASE XI RECRUITMENT 2023 এর আবেদন পদ্ধতি,বেতন, যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা করা হলো।

পদের নাম-

SSC Selection Post XI -এর অন্তর্গত বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ-

মোট ৫৩৬৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

প্রতিমাসে বেতন ৫,২০০/- টাকা থেকে ৩৪,৮০০/- টাকা। এবং গ্রেড পে ১৯০০টাকা থেকে ৪৮০০ টাকা।

আবেদন শুরু- ৬.৩.২০২৩

আবেদন শেষ- ২৭.৩.২০২৩

বয়সসীমা-

১৮ বছর থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবশ্যিক যোগ্যতা-

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ব্যাচেলর ডিগ্রি থাকলে বিভিন্ন পোস্টের জন্য আবেদন করা যাবে। বিভিন্ন পোস্ট অনুযায়ী যোগ্যতাও আলাদা।

নিয়োগ পদ্ধতি-

অনলাইনের আবেদনের পরে লিখিত পরীক্ষা হবে। 200 নম্বরের এই পরীক্ষার নম্বরের ভিত্তিতে ডকুমেন্ট verification এর জন্য ডাকা হবে এবং প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।

General Intelligence:৫০
General Awareness: ৫০
Quantitative Aptitude: ৫০
English language:৫০

আবেদন মূল্য-

জেনারেল এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এছাড়া SC, ST, PWD প্রার্থীদের আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। যে জোনে আবেদন করবেন, সেই জোনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

আগামী জুন মাসে পরীক্ষা হতে পারে।

Important Links:

Official Notification: Download Now

Apply Online: Click Here

Official Website: ssc.nic.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular