Unit of Security Printing & Minting Corporation of India Limited অর্থাৎ SPMCIL এর তরফ থেকে কলকাতাতে দুইটি পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে পদদুটির জন্য। জেনে নিন বিশদে।
নোটিশ নং:
IGMK/HR(Estt.)/Consultant & S. O/67
নোটিশ প্রকাশের তারিখ:
31/07/2023
1. পদের নাম:
Security Officer
শূন্যপদ:
1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী (Retired Government Employee) হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীকে মাসিক 50,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
2. পদের নাম:
Consultant (Civil)
শূন্যপদ:
1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
i) এই পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি সিভিল ইঞ্জিনিয়ার (Retired Civil Engineer of Government) হতে হবে।
ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী মাসিক 50,000/60,000/65,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
বয়সসীমা:
উভয় পদের ক্ষেত্রেই আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স 62 বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতি:
কেবলমাত্র ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
কাজের সময়সীমা:
1 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদন করার জন্যে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে অফিসিয়াল নোটিশটি (Official Notification) ডাউনলোড করতে হবে।
iii) নোটিশের 6 নং পাতা থেকে আবেদনপত্রটি (Application Form) পাওয়া যাবে।
iv) এবার সেটি প্রিন্ট আউট (Print Out) করে নিয়ে নিজেদের তথ্য দিয়ে পূরণ করতে হবে।
v) এরপরে নিজেদের ছবি এবং সই (Photo and Signature) সহ প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা:
Chief General Manager,
India Govt. Mint,
Alipore, Kolkata-700053
আবেদনের শেষ তারিখ:
আগামী 21/08/2023 অবধি এখানে আবেদন করা যাবে।
নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh