শিক্ষাশ্রী প্রকল্পটি কি ?
পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই শিক্ষাশ্রী প্রকল্প– এর সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের বছরে ৮০০ টাকা স্কলারশিপ দেওয়া হয় এই Sikshashree প্রকল্পের মাধ্যমে।
এই শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাগুলি :
- তপশিলি জাতি আদিবাসী ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের বছরে ৮০০ টাকা দেওয়া হয়।
- সমাজে অবস্থার বিপাকে পিছিয়ে থাকা সকলকে পড়াশুনোর সুযোগ।
- আদিবাসী ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করা।
এই প্রকল্পে কারা আবেদনযোগ্য:
- এই রাজ্যের স্থায়ী বাসিন্দা।
- সরকারি/ সরকার পোষিত বা সরকার স্বীকৃতি প্রাপ্ত স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি জাতি আদিবাসী ছাত্র-ছাত্রী।
- হোস্টেলে থাকে না এমন ছাত্র-ছাত্রী।
- পরিবারের বার্ষিক আয়ের ২ লক্ষ ৫০ হাজার টাকার নিচে।
- এমন ছাত্র বা ছাত্রী যে অন্য কোনো স্কলারশিপ প্রাপক নয়।
- ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে।
শিক্ষাশ্রী 2023 ফরম কিভাবে ফিলাপ করবো :
শিক্ষাশ্রী প্রকল্পের ফরম ফিলাপ /sikshashree form fill up / শিক্ষাশ্রী বৃত্তির জন্য আবেদন পত্র করার জন্য নিজের স্কুলে/ বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে।ছাত্রছাত্রীদের জমা দেওয়া আবেদনপত্রগুলি বিদ্যালয় কর্তৃপক্ষ খতিয়ে দেখে,সমস্ত তথ্য একসঙ্গে নিয়ে মহাকুমা অফিসের মাধ্যমে জেলায় প্রকল্প আধিকারিক এর কাছে পাঠাবেন অর্থ বরাদ্দ করার জন্য।
ছাত্র বা ছাত্রীর অবশ্য একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকা থাকা দরকার। কারন প্রকল্পের টাকা ছাত্র ব্যাংক একাউন্টে পাঠানো হবে।
শিক্ষাশ্রী প্রকল্পের জন্য কি কি নথি লাগবে?
- জাতিগত শংসাপত্র/জাতির প্রমাণ
- ব্যাঙ্কের পাশবই (নিজস্ব )
- আয়ের প্রমাণপত্র
- আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি।
শিক্ষাশ্রী স্কলারশিপ / শিক্ষাশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন শিক্ষাশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে।