এতদিন পর্যন্ত শুধু অন্য অন্য দপ্তরেই ছিল প্রমোশনের ব্যবস্থা। এবার এই প্রমোশন দেখা যাবে স্কুলেও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার শিক্ষকদের জন্যও তৈরি হবে বিভিন্ন প্রমোশনের নতুন পদ। কোন কোন বিষয়ের ক্ষেত্রে এই প্রমোশন অর্থাৎ পদোন্নতি দেখা দেবে তা ঠিক করবে ৬ সদস্যের একটি কমিটি যা ইতিমধ্যেই তৈরি করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আসতে চলেছে Associate Teacher, Senior Teacher এর মত বেশ কিছু নতুন পদ।
রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে আসতে চলেছে এই ব্যবস্থা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরদের (Assistant Professor, Associate Professor)/মতো এবার শিক্ষকদের জন্যও তৈরি হবে নতুন পদ। এতদিন শিক্ষাক্ষেত্রে শুধু অধ্যাপক অর্থাৎ Professor দের জন্যই ছিলো এই পদোন্নতির ব্যবস্থা যা এবার স্কুলেও আসতে চলেছে। এই বিষয়ে বিকাশ ভবনে (Bikash Vabana) এই মাসেই চূড়ান্ত রিপোর্ট জমা দেবার কথা ভাবা হয়েছে।
পদোন্নতি তো হবে। তার কি কোনো যোগ্যতা (Eligibility) থাকবে? উত্তর হলো হ্যাঁ, পদোন্নতির জন্য নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি থাকবে। কি কি যোগ্যতা সেই বিষয়ে নিচে বলা হলো:
i) যদি কোনও শিক্ষকের নিজের রচিত কোনো বই থাকে তবে তিনি পদোন্নতির (Promotion) ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবেন।
ii) স্কুলের শিক্ষামূলক দিকে সেই শিক্ষকের ভূমিকা কি তাও খতিয়ে দেখা হবে।
iii) কোনোও শিক্ষক যদি ইতিমধ্যেই প্রধান পরীক্ষক অর্থাৎ Head Examiner হিসেবে দায়িত্ব পালন করে থাকেন তবে তাঁর দায়িত্ব কেমন ভাবে পালন করছেন, তাঁর পড়ানোর নীতি কেমন, তিনি ঠিকঠাক ক্লাস করান কিনা বা অতিরিক্ত ক্লাস নেন কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে প্রমোশন দেওয়া হবে।
ইতিমধ্যেই এই বিষয়ে দফায় দফায় আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন ছয় সদস্যের একটি কমিটি। তবে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষামহলে কারণ পদোন্নতির (Promotion) ক্ষেত্রে ঠিকঠাক বিবেচনা করা হবে কিনা সেই নিয়ে অনেকেই ধন্দে আছেন।
বিরোধী পক্ষ অর্থাৎ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) ইতিমধ্যেই বিভিন্ন বাক্যবাণে বিঁধতে শুরু করেছেন। তাঁর মতে এই দেশের শিক্ষককুল এমনিতেই লাঞ্ছিত। তার ওপর এই পদোন্নতির ব্যবস্থা নেওয়াতেও স্বচ্ছতা থাকতে নাই পারে তখন শিক্ষককুলের আরো দুর্দশা দেখা দেবে।
-Written by Riya Ghosh