HomeJob updates৯ হাজার শূন্যপদে উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু করল স্কুল সার্ভিস কমিশন।

৯ হাজার শূন্যপদে উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু করল স্কুল সার্ভিস কমিশন।

উচ্চ প্রাথমিকের(Upper Primary) প্রার্থীদের জন্য সুখবর। সবশেষে বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে প্রায় 9000 পদে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের নিয়োগ শুরু করল পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন(School Service Commission)। তালিকায় প্রথম দিকে থাকা 300 জনের কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে। এবার বাকি প্রার্থীদের ধীরে ধীরে ডাকার কাজ শুরু হবে।

পুজোর আগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন শীঘ্রই জট কেটে গেলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাছাড়া সেই দিন আসতে যে বেশি দেরি নেই, তারা আভাসও তিনি দিয়েছিলেন। এরপরই কাউন্সেলিং সংক্রান্ত(Upper Primary Councelling) একটি বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত নির্ঘন্ট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী দীপাবলীর আগে থেকেই শুরু হল উচ্চ প্রাথমিকের প্রার্থীদের কাউন্সেলিং।

সোমবার থেকে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির কাউন্সেলিং শুরু করল স্কুল সার্ভিস কমিশন। সল্টলেকের করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের অফিসে সকাল ন’টা থেকে শুরু হয়েছে কাউন্সেলিং। 2016 সালের প্রকাশিত মেধা তালিকা থেকে প্রাথমিক পর্যায়ে ৩০০ জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছে প্রথম দিনের কাউন্সেলিং এর জন্য। যে সমস্ত প্রার্থীরা কাউন্সেলিং এ অংশগ্রহণ করেছেন তারা তাদের পছন্দমত স্কুল বাছাই করতে পারবেন ডাউনলোড করা যাচ্ছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। প্রাথমিক পর্যায়ের কাউন্সিলিংয়ের পর দ্বিতীয় দিন ৭০০ জন প্রার্থীকে ডাকা হবে কাউন্সিলিংয়ের জন্য।

উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদ রয়েছে প্রায় 14340 টি। প্যানেলভুক্ত প্রার্থীদের প্রথমে এবং পরে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং এ অংশগ্রহণ করার জন্য ডাকা হবে। এখনই তারা নিয়োগপত্র হাতে পাবেন না। তবে কমিশনের তরফ থেকে তাদের হাতে একটি লেটার দিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular