ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক(National Institute Ranking Framework – NIRF) শিক্ষা মন্ত্রকের তরফে প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট। সেখান থেকেই জানা গিয়েছে যে, গত 5 বছরে ফ্রেশার ইঞ্জিনিয়ারদের বেতন বেড়েছে প্রায় 43%।
২০২০-২১ শিক্ষাবর্ষের তুলনায় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে Fresher ইঞ্জিনিয়ারদের বেতন। গতবছর একজন Fresher স্নাতক ইঞ্জিনিয়ার এর বেতন প্যাকেজ ছিল বার্ষিক ৪.৫৭ লক্ষ টাকা।
তারও আগে ২০১৭-১৮ সালে স্নাতক ইঞ্জিনিয়ারিং এর বার্ষিক বেতন ছিল ৩.১৯ লক্ষ টাকা, বর্তমানে তা হয়েছে ৪.৫৭ লক্ষ টাকা। বেতনের বার্ষিক আর বেড়েছে অনেকটাই।
তবে সব কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ ইঞ্জিনিয়াররা সমপরিমাণ বেতন পান না। ফ্রেশার ইঞ্জিনিয়ারদের বেতন নির্ভর করে কলেজের মানের উপর।
দেশের শীর্ষ ১০০ টি ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্রেশাররা গত ২০২২ সালে বেতন পেতেন 11.06 লক্ষ টাকা। যা গত পাঁচ বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।
সুউচ্চ বেতনের তালিকা তে রয়েছে IIT গুয়াহাটি। IIT গুয়াহাটিতে একজন Fresher ইঞ্জিনিয়ার শুরুতেই বার্ষিক বেতন পেতেন 22.5 লক্ষ টাকা। যা অন্যান্য জায়গা থেকে কয়েক লক্ষ টাকা বেশি।