মালদা জেলার রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে রামকৃষ্ণ মিশনে শিক্ষক এবং ক্লার্ক হিসেবে শূন্য পদে নিয়োগ(RKM Teacher & Clerk Recruitment 2023) করার কথা বলা হয়েছে।
পশ্চিমবঙ্গের যে কোন জেলার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা শূন্য পদগুলির জন্য আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়েরাও উভয়ই আবেদন করতে পারবেন। মূলত শিক্ষক এবং অশিক্ষক কর্মী হিসেবে ক্লার্ক পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রামকৃষ্ণ মিশনে শিক্ষক এবং ক্লার্ক পদে নিয়োগের আবেদন পদ্ধতি, আবেদন মূল্য, যোগ্যতা ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম-
অ্যাসিস্ট্যান্ট টিচার
ক্লার্ক
মোট শূন্যপদ-
অ্যাসিস্ট্যান্ট টিচার পদে ৩টি এবং ক্লার্ক পদে একটি শূন্য পদ রয়েছে।
মাসিক বেতন-
সর্বশেষ ROPA অনুযায়ী বেতন দেওয়া হবে বলে উল্লেখ করা আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
আবেদন শুরু-
৫/০৪/২০২৩
আবেদন শেষ-
২০/০৪/২০২৩
বয়সসীমা-
আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। অ্যাসিস্ট্যান্ট টিচার এর ক্ষেত্রে বয়সের সর্বনিম্নসীমা ২১ বছর এবং ক্লার্ক পদের জন্য বয়সের সর্বনিম্নসীমা ১৮ বছর।
আবশ্যিক যোগ্যতা-
অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে এবং তার সাথে B.Ed সার্টিফিকেট থাকতে হবে।
ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি-
পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট তৈরি করা হবে এবং সেই হিসেবে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
জেনারেল প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা, সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৪০০ টাকা, এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৩০০ টাকা ধার্য করা হয়েছে।।
আবেদন পদ্ধতি-
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট করে সেটি পূরণ করতে হবে। এবং তার সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে মালদহ রামকৃষ্ণ মিশনের নির্দিষ্ট ঠিকানায় পোস্ট মারফত পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-
Ramakrishna Mission Vivekananda Vidyamandir,
Malda, English Bazar,
P.O. & Dist. – Malda,
West Bengal, 732101
Important Links
Official Notification: Download Now
Teacher Application Form: Download Now
Clerk Application Form: Download Now
Official Website: Click Here