যাঁরা ব্যাঙ্কে চাকরি করার সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। State Bank of India-এর তরফে কর্মী নিয়োগের কথা জানিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি(Notification)। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি ভালো ভাবে পড়ুন। (SBI Recruitment)
1. পদের নাম:
Credit Financial Analysis
মোট শূন্যপদ:
১ টি
শিক্ষাগত যোগ্যতা:
- i) আবেদনকারীকে ভারত সরকার দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে Chartered Accountant (CA)/ Masters of Business Administration (MBA)/ Financeor Post Graduate Diploma in Management (PGDM) ডিগ্রীসম্পন্ন হতে হবে।
- ii) আবেদনকারীদের Corporate Finance/Corporate Credit Department এ কাজের পূর্ব অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তি বেতনের স্কেল অনুযায়ী প্রতিমাসে ৬৩,৪৮০/- টাকা পাবেন।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
2. পদের নাম:
Faculty (Executive Education)
মোট শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
- i) আবেদনকারীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী (Masters Degree) প্রাপক হতে হবে।
- ii) Executive Education Domain এ শিক্ষাদানের অভিজ্ঞতা সহ MBA এবং PhD ডিগ্রী প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে বেতনের স্কেল অনুযায়ী ২৫ থেকে ৪০ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রথমে প্রার্থীকে State Bank of India এর অফিশিয়াল ওয়েবসাইটের (Official Website) মাধ্যমে আবেদন জানাতে হবে।
iii) অনলাইন আবেদনপত্র এবং আবেদন ফি জমা দেওয়ার পরে আবেদনকারীকে প্রাপ্ত রেজিস্ট্রেশান নাম্বার অথবা অ্যাকনলেজমেন্ট স্লিপটি (Registration Number or Acknowledgement Slip) ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রাখতে হবে।
আবেদন ফি:
i) সংরক্ষিত শ্রেণীর (Reserve Category) প্রার্থীদের ১২৫/- টাকা
ii) অসংরক্ষিত শ্রেণীর (Unreserved Category) প্রার্থীদের ৭৫০/- টাকা
আবেদন ফি বাবদ ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ২৯ আগস্ট, ২০২৩
নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য State Bank of India এর Official Website এ গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh