অনেক চাকরিপ্রার্থীই চান NET অথবা SET পরীক্ষা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে। এবার সেই সুযোগই দিতে চলেছে Rabindra Bharati University! বিশেষ কোর্সের সূচনা করতে চলেছে তারা। এই বিষয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তারা।
কোর্সের নাম:
UGC NET and WBCSC SET in Humanities and Commerce
কী পড়ানো হবে?
NET/SET Paper 1 পড়ানো হবে।
কোর্সটির মেয়াদ:
এটি একটি চারমাসের কোর্স।
কোন কোন দিন ক্লাস হবে?
প্রতি সপ্তাহের শনি এবং রবিবার ক্লাস হবে।
কোর্স মূল্য:
৬০০০/- টাকা।
কবে থেকে ক্লাস শুরু হবে?
আগামী আগস্ট মাস থেকে শুরু হবে ক্লাস।
কতদিন অবধি ক্লাস চলবে?
আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কোর্সটির ক্লাস চলবে।
আবশ্যিক যোগ্যতা:
ভর্তির জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫% নম্বরসহ স্নাতকোত্তর (Masters) উত্তীর্ণ হতে হবে।
আসন সংখ্যা:
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা না থাকলেও বোঝা গেছে যে আসন সংখ্যা সীমিত।
ভর্তির প্রক্রিয়া:
‘First Come First Served’ এই নীতির ভিত্তিতে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করতে হবে।
iii) আবেদনপত্রটি পূরণ করে প্রার্থীর যাবতীয় নথিপত্র এবং আবেদনমূল্য সহ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
বয়সসীমা:
বিজ্ঞপ্তিতে কোনো বয়সসীমা উল্লেখ করা নেই।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে হলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) অথবা কার্যালয়েও (Office) যোগাযোগ করতে পারেন ইচ্ছুক প্রার্থীরা।
Important Link
Official Website: Click Here
-Written by Riya Ghosh