পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাধ্যমে রাজ্যের মাল্টি টাস্কিং স্টাফ(MTS) পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন শুন্য পদের জন্য।
Purulia Multi Tasking Staff Vacancy পদে নিয়োগের যোগ্যতা, বয়স, কারা আবেদন করতে পারবেন ইত্যাদি বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো।
পদের নাম-
Multi Tasking Staff (MTS)
AYUSH MO
মোট শূন্যপদ-
Multi Tasking Staff (MTS): ১ টি
AYUSH MO: ১ টি
দৈনিক বেতন-
Multi Tasking Staff (MTS): প্রতিদিন হিসেবে ৫০০ টাকা বেতন দেওয়া হবে।
AYUSH MO: দৈনিক বেতন ১ হাজার টাকা।
বয়সসীমা-
সর্বোচ্চ ৬৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
Multi Tasking Staff (MTS): যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জানা হতে হবে।
AYUSH MO: প্রার্থীকে অবশ্যই Retired HMO/ SAMO/ UMO হতে হবে।
নিয়োগ পদ্ধতি-
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
আবেদনমূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদেরকে আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। নির্দিষ্ট দিনে সমস্ত ডকুমেন্ট সহযোগে ইন্টারভিউ স্থলে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে। সেখান থেকে সিলেক্টেড হলে প্রার্থীরা জয়েন করতে পারবেন।
ইন্টারভিউ স্থান-
Basundhara Meeting Hall,
Zilla Swasthya Bhawan Cumpus,
Ranchi Road, Purulia
ইন্টারভিউ তারিখ-
২৯/০৩/২০২৩
ইন্টারভিউ এর সময়-
সকাল ১১ টা।
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here