HomeJob updatesরাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি, বেতন প্রতি মাসে ১৮ হাজার+

রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি, বেতন প্রতি মাসে ১৮ হাজার+

পুরুলিয়া জেলার ডিএম অফিসের তরফে Purulia DM Office Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জেলার শিশু সুরক্ষা দপ্তরে ডিসট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার পদে নিয়োগ করা হবে।

District Child Protection Unit Recruitment 2022 Purulia -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ইতিমধ্যেই 31/01/2023 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

Purulia District Magistrate Recruitment 2022 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। নীচে আবেদন করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।

Purulia DPCU Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

  • District Child Protection Officer
  • Data Analyst

মোট শূন্যপদ-

  • DCPO- 01 টি
  • Data Analyst- 01 টি

মাসিক বেতন-

  • DCPO- 44,023/- টাকা
  • Data Analyst- 18,536/- টাকা

আবেদন শুরু- 31/01/2023

আবেদন শেষ- 20/02/2023

বয়সসীমা-

  • DCPO- 18 বছর থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে।
  • Data Analyst- 18 বছর থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে।
  • বয়স হিসাব করতে হবে 01/01/2023 তারিখের ভিত্তিতে।

আবশ্যিক যোগ্যতা-

  • DCPO- এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। কমপক্ষে 03 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার নলেজ থাকতে হবে।
  • Data Analyst- এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে এবং কম্পিউটারে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

নিয়োগ পদ্ধতি-

  • লিখিত পরীক্ষা
  • কম্পিউটার টেস্ট
  • ইন্টারভিউ

আবেদন মূল্য-

  • উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
  • এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
  • নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 20/02/2023 (05:00 PM)

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অন্যান্য নথিপত্র

Important Links

Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here

RELATED ARTICLES

Most Popular