HomeJob updatesরাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

রাজ্যের চাকরী প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে (District Health and Family Welfare Department) তরফে থেকে বেশ কিছু শূন্যপদের জন্য জারি হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (Purba Bardhaman DHFWS Recruitment)

নোটিশ নং:

396/DH&FWS/II-3/C

নোটিশ প্রকাশ:

28.07.2023

পদের নাম:

Community Health Assistant

শূন্যপদ:

মোট 9 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনের জন্য প্রার্থীকে ANM এবং GNM পাশ করতে হবে।
ii) পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে প্রার্থীকে।

বয়সসীমা:

i) আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
ii) সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের (Reserved Category) ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থীকে মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া:

প্রার্থীদের নিয়োগ করা হবে ANM / GNM পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

নিয়োগের সময়সীমা:

আগামী 31 March 2024 তারিখ পর্যন্ত প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:

i) এখানে আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রার্থীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে (Notification) যেতে হবে সবার আগে।
iii) বিজ্ঞপ্তির চার নম্বর পাতায় আবেদনপত্রটি পাওয়া যাবে।
iv) সেই অংশটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Print out after Download) বের করে প্রার্থীর নিজের সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
v) এর সাথে দিতে হবে আবেদন মূল্যও(Application Fee)।

আবেদন মূল্য:

i) Unreserved: 100/- টাকা।
ii) Other Categories: 50/- টাকা।

নিয়োগ স্থান:

পূর্ব বর্ধমান জেলার গুসকরা,কাটোয়া, মেমারি, বর্ধমানের বিভিন্ন মেডিকেল ইউনিটে(Medical Unit)।

কাজের মেয়াদ:

চুক্তিভিত্তিক এই কাজটি কতদিনের হবে সেটি স্পষ্টভাবে বলা হয়নি।

আবেদন পাঠাবার ঠিকানা:

Office of the Chief Medical Officer of Health
District Health & Family Welfare Samity,
1st Floor Khosbagan, Shyamsayer East
Near Harisabha Hindu Girls School
Purba Bardhaman
Pin-713101, West Bengal

প্রয়োজনীয় নথি:

  • 1. Proof of Age
  • 2. Residencial Certificate
  • 3. Certificates of Educational Qualification
  • 4. Caste Certificate
  • 5. Experience Certificate
  • 6. Passport Size Photograph

আবেদন শেষের তারিখ:

আগামী 31 অগাস্ট, 2023 তারিখের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের আবেদন প্রক্রিয়া (Application Process) সম্পন্ন করে ফেলতে হবে।

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular