পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে Purba Bardhaman Health Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কলনা, কাটোয়া, মেমারি এবং বর্ধমান পৌরসভাতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
Purba Bardhaman CHA Recruitment 2023 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। পোস্ট অফিস এবং কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে। নিজে হাতেও আবেদনপত্র জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই 10/03/2023 তারিখ থেকে অফলাইনে আবেদন শুরু হয়েছে।
Purba Bardhaman DHFWS Recruitment 2023 -এ নিয়োগ করা হবে ভারত সরকারের ন্যাশনাল আরবান হেলফ মিশনের আওতায়। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।
Purba Bardhaman ANM Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
ANM (কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট)
মোট শূন্যপদ-
সবমিলিয়ে মোট 16 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
প্রতি মাসে 13,000/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শুরু- 10/03/2023
আবেদন শেষ- 31/03/2023
বয়সসীমা-
আবেদনকারীর বয়স 01/01/2023 অনুযায়ী 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা-
- আবেদনকারীকে অবশ্যই ANM/GNM কোর্স পাশ করা থাকতে হবে।
- কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
- বাংলা ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে।
- আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আবেদন মূল্য-
জেনারেলদের জন্য 100/- টাকা এবং সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য 50/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি-
সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্ধারিত আবেদন মূল্য জমা করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Office of the Chief Medical Officer of Health, District Health & Family Welfare Samity, 1st Floor, Khosbagan, Shyamsayer East, Near Harisabha Hindu Girls School, Purba Bardhaman, Pin-713101, West Bengal
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- আবেদন করার শেষ তারিখ 31/03/2023 (5:00 PM)
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- অভিজ্ঞতার শংসাপত্র
- নিজের সই করা ছবি
- অন্যান নথিপত্র
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here