HomeMoneyপ্রকাশিত হলো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

গত বুধবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের গ্রুপ ডি সরকারি কর্মচারীদের (Group-D Employee) প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) এর হিসাব সংক্রান্ত একটি বিষয় পরিবর্তন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের(General Provident Fund) পরিবর্তন সংক্রান্ত বিষয়টি বিস্তারিত আলোচনা করা হলো।

24/04/2019 অনুসারে, বর্তমানে রাজ্যের গ্রুপ ডি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড রয়েছে ডাইরেকটোরেট অফ পেনশন, Provident Fund And Group Insurance West Bengal (DPPG, WB) এর তত্ত্বাবধানে। WBIFMS এর মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রত্যেক মাসের স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ডের অর্থ Provident Fund And Group Insurance West Bengal (DPPG, WB) এর কাছে পৌঁছায়। এর উপর ভিত্তি করেই সংশ্লিষ্ট সংস্থা গ্রুপ ডি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের সুদের হিসাব করে থাকে।

গ্রুপ ডি কর্মচারীদের GPF অ্যাকাউন্টে সুদের সঠিক প্রতিফলন নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গের একাউন্টেন্ট জেনারেল (AGWB)-এর পরামর্শে পূর্বের নোটিশ কিছুটা সংশোধন করা হয়েছে।

বর্তমান সাবস্ক্রাইবদের জন্য সমস্ত Treasury Office এর বার্ষিক হিসাব শেষ হওয়ার পরে, DPPG সুদের বিবৃতি তৈরি করবে এবং চূড়ান্ত করবে।

একটি আর্থিক বছরে রাজ্য একাউন্ট বন্ধ হবার পূর্বেই DPPG চূড়ান্ত সুদের বিস্তারিত তথ্য WBIFMS এর AGWB-ইন্টারফেসে AGWB-এর কাছে অনলাইনে পাঠাবে।

AGWB মোট সুদের(Pf Interest) পরিমাণ চার্জ করবে, 2049- সুদকে Debit করে এবং 8009-রাজ্য প্রভিডেন্ট ফান্ডকে Credit করে এবং DPPG থেকে পাওয়া সুদের পরিপ্রেক্ষিতে WBIFMS-এর AGWB ইন্টারফেসে একটি Acknowledgement Number দেবে।

AGWB থেকে একটি বৈধ স্বীকৃতি নম্বর পাওয়ার পরে, WBIFMS-এ গ্রুপ ডি কর্মচারীদের সংশ্লিষ্ট GPF অ্যাকাউন্টে সুদের প্রতিফলন দেওয়া হবে।

বেশ কিছু কর্মচারীদের ক্ষেত্রে পূর্বের নিয়ম অপরিবর্তিত থাকবে। যাদের ফাইনাল পেমেন্টের(Final Payment) অথরিটি ইতিমধ্যে ইস্যু করা হয়ে গেছে DPPG এর দ্বারা, তারা এই তালিকায় থাকবেন।

এবার থেকে পশ্চিমবঙ্গের গ্রুপ ডি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড একাউন্টে উপার্জিত সুদ রাজ্যের হিসেবে আরও সঠিকভাবে প্রতিফলিত হবে। নতুন নিয়মে সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য সুদ পাবেন সময়মতো। আরেকটি বিষয় হলো রাজ্যের গ্রুপ-ডি সরকারি কর্মচারীদের(West Bengal Group D Employees) নিজে থেকে কিছুই করতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular