মহিলা চাকরিপ্রার্থীদের (Female Job Seekers) জন্য সুখবর। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের কেন্দ্রীয় সমবায় সমিতির তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদনের জন্য শুধুমাত্র ভারতীয় তথা পশ্চিমবঙ্গের মহিলা প্রার্থীরাই যোগ্য। চুক্তিভিত্তিক এই কাজের জন্য অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ হতে হবে। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন।
পদের নাম:
CRP-EP
আবশ্যিক যোগ্যতা:
i) প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং স্থানীয় এলাকার স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে।
ii) স্থানীয় ভাষায় (Local Language) দক্ষ হতে হবে।
iii) সমস্ত প্রার্থীদের অবশ্যই NRLM এর অধীনে SHG-এর সদস্য হতে হবে।
iv) প্রার্থীর যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক (Graduation) ডিগ্রিপ্রাপ্ত হতে হবে এবং Computer সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
v) আরো বিস্তারিত যোগ্যতা জানার জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন।
বয়সসীমা:
প্রার্থীর বয়স অবশ্যই ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে।
পদের দায়িত্ব:
পদটির বহুল দায়িত্ব। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন সম্পূর্ণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। দিতে হবে আবেদন মূল্যও।
আবেদন মুল্য:
আবেদন মুল্য হিসেবে ৩০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
District Rural Development Cell,
Paschim Medinipur, 3rd Floor,
Minority Building,
Collectorate Campus, Medinipur,
Paschim Medinipur, PIN-721101
নিয়োগ প্রক্রিয়া:
i) Written Exam:
Full Marks: 40
Exam Duration: 60 মিনিট।
মোট প্রশ্ন সংখ্যা -20 (MCQ প্রকার), গণিতের প্রশ্ন (10 নম্বর) এবং 10 তম শ্রেণির যুক্তিবিদ্যা (10 নম্বর)।
ii) Basic Computer and Smartphone Operation Knowledge:
Full Marks: 20
এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী পরবর্তী পরীক্ষাগুলোর জন্য যোগ্য হবেন।
পরবর্তী পরীক্ষা:
iii) Group Activity:
Full Marks: 30
iv) Interview
Full Marks: 10
Interview নেওয়ার পরে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন শুরুর তারিখ:
13/10/2023
আবেদন শেষের তারিখ:
06/11/2023 তারিখে সকাল 11 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইটে।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh