HomeJob updatesমাধ্যমিক পাশে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি! প্রতি মাসে বেতন ২৩,৭০০ টাকা।

মাধ্যমিক পাশে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি! প্রতি মাসে বেতন ২৩,৭০০ টাকা।

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের পশ্চিম মেদিনীপুর(West Medinipur) জেলার চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে(Child Care Institute) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। কর্মী নিয়োগ করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেছে নেওয়া হবে বিভিন্ন পদগুলির জন্য। (Paschim Medinipur DCPU Recruitment)

রাজ্যের চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। প্রতিটি পোস্ট অনুযায়ী সমস্ত ডিটেলস আলাদা আলাদাভাবে জানানো হচ্ছে।

পদের নাম-

চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
হাউস মাদার
কুক
হেল্পার-কাম-নাইটগার্ড
নার্স / Nurse

শূন্যপদ-

চাইল্ড ওয়েলফেয়ার অফিসার: ১ টি
হাউস মাদার:৩ টি
কুক:২ টি
নাইট গার্ড:২ টি
নার্স:১ টি

বয়সসীমা-

২১ বছর বয়স থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন

আবেদন শেষ-

07/08/2023

বেতন-

চাইল্ড ওয়েলফেয়ার অফিসার: 23700 টাকা।
হাউস মাদার:14,564 টাকা।
কুক:12,000 টাকা।
নাইট গার্ড:12,000 টাকা।
নার্স:12,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা-

  • চাইল্ড ওয়েলফেয়ার অফিসার: LLB ডিগ্রি/ সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশ্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • চাইল্ড ওয়েলফেয়ারে নূন্যতম 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকলে সে সমস্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • হাউস মাদার: যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক উত্তির্ন হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কুক, নাইটগার্ড: মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
  • নার্স / Nurse: GNM ট্রেনিং নেওয়ার নার্সরা আবেদন করতে পারবেন। পাশাপাশি দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া-

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে বিভিন্ন বিভাগের প্রার্থীদের নিয়োগ করা হবে। কিছু পদে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ হবে।

আবেদন প্রক্রিয়া-

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে. । অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট মারফত পাঠাতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা-

District Child Protection Unit (DCPU)
under Social Welfare Section,
Collectorate, PO.- Midnapore
Dist.- Paschim Medinipur,
Pin- 721101
West Bengal

Important Link

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular