HomeNewsPAN Aadhaar Link: প্যান-আধার লিঙ্ক করেননি? ভুলে গেলে কীভাবে চেক করবেন? জেনে...

PAN Aadhaar Link: প্যান-আধার লিঙ্ক করেননি? ভুলে গেলে কীভাবে চেক করবেন? জেনে নিন।

বহুদিন ধরেই ভারতের আয়কর দপ্তর (Income Tax Department) প্যানকার্ড গ্রাহকদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য বলে আসছে। এই বিষয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে , তাও বহু গ্রাহক তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক (PAN Aadhaar Link) করেননি। অবশেষে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক (Adhaar Card Pan Card Linking) করার অন্তিম তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে। যদি কোন ব্যক্তি এই তারিখের মধ্যে তার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে পরবর্তী দিন অর্থাৎ ১ এপ্রিল থেকে তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে এবং তাদেরকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হবে।

লেনদেন সংক্রান্ত বিষয়গুলি ট্রাক করার জন্য এবং ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার জন্য প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের (Indian Governmen) পক্ষ থেকে। এছাড়া কোন ব্যক্তির একাধিক প্যান কার্ড আছে কিনা, সেই বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে লিঙ্ক করানোর মাধ্যমে।

এবার জেনে নিন আধার কার্ড ও প্যান কার্ডের লিংক সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ তথ্য।

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে কত টাকা ফাইন দিতে হচ্ছে?

(Penalty For Linking Aadhar-Pan)

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে বহুদিন ধরেই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে বলা হচ্ছে। তবে কিছুদিন আগে পর্যন্ত এই লিংকিং প্রসেসটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাচ্ছিল। তবে বর্তমানে ৩১ শে মার্চ , ২০২৩ তারিখ পর্যন্ত লিংক করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময় সীমার মধ্যে লিংক করার জন্য আপনাকে ১০০০ টাকা পেনাল্টি দিতে হবে, তারপরেই লিংক করা যাবে।

আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়েছেন কিনা, সেটা ভুলে গিয়ে থাকলে কিভাবে চেক করবেন? (How To Check Aadhaar Card and PAN Card Link Status)

অনেকে হয়তো এর আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়েছেন। তবে বর্তমানে মনে করতে পারছেন না। তারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা।

  • ১. প্রথমে https://www.incometax.gov.in/iec/foportal/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
  • ২. ‘Quick Link’ অপশনে গিয়ে ‘Link Aadhar’ অপশনে ক্লিক করুন।
  • 3. আপনার PAN নম্বর, আধার নম্বর এবং নাম লিখুন।
  • এরপর Validate ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার লিঙ্ক করা আছে কিনা সেটি।

স্ট্যাটাস স্ক্রিনে আপনার আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা দেখতে পাবেন।

আধার এর সাথে প্যান লিংক করবেন কিভাবে?
(How to link Aadhar and Pan online?)

  • ১. প্রথমে Income Tax Department এর অফিশিয়াল ওয়েবসাইটে যান: https://www.incometax.gov.in/iec/foportal/
  • ২. ‘Quick Link’ অপশনে গিয়ে ‘Link Aadhar’ অপশনে ক্লিক করুন।
  • 3. আপনার PAN নম্বর, আধার নম্বর এবং নাম লিখুন।
  • 4. এরপর ক্যাপচা কোড পূরণ করে ‘Link Aadhar’ অপশনে ক্লিক করুন।

এরপর ১০০০ টাকা অনলাইন পে করে এই প্রক্রিয়া শেষ করতে পারবেন আপনি।

এরপরে পুনরাই আপনাকে কিছু ঘণ্টা পরে ‘Quick Link’ অপশনে গিয়ে ‘Link Aadhar’ অপশনে ক্লিক করে ভেরিফাই করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular