UGC এর তরফে জুলাই-আগস্ট ২০২৩ শিক্ষাবর্ষের জন্য ‘Open and Distance Learning and Online Programs’ এর জন্য ভর্তির মেয়াদ বৃদ্ধি করা হলো ফের একবার। কবে করা হলো ভর্তির শেষ তারিখ? আগে কত তারিখ অবধি এই প্রক্রিয়া চলার কথা ছিল? সবকিছুর বিষয়ে জেনে নিন এই প্রতিবেদনে।
এই কোর্সের ভর্তির জন্য আগে শেষ তারিখ ছিল ২০ সেপ্টেম্বর এবং বর্তমানে সেই সময়সীমা বৃদ্ধি করে ২০ অক্টোবর করা হয়েছে। UGC এক বিজ্ঞপ্তি জারি করে সম্প্রতি এই সময়সীমা বৃদ্ধির বিষয়ে বলে। এছাড়াও প্রতিষ্ঠানগুলির তরফে পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য আগামী ৫ নভেম্বরের মধ্যে UGC DEB পোর্টালের মাধ্যমে অবশ্যই জানাতে হবে তাও বলা হয়েছে। এর অন্যথা হলে সেই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে UGC কঠিন পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।
কিন্তু হঠাৎ করে এই সময়সীমা বৃদ্ধির কারণ কি? UGC জানিয়েছে যে সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। যার কারণে বহু রাজ্যে স্নাতকস্তরে (Graduation Level) পড়ুয়াদের পরীক্ষার ফলাফল দেরিতে বের করা হয়। সেই কারণেই এই কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। জানা গেছে যে এই কোর্সগুলি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং তা চলতে থাকবে।
এই কোর্সেগুলি কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হবে?
যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ২০২৩-২৪ সালের শিক্ষাবর্ষে এই কোর্স পড়ানোর অনুমোদন পেয়েছে এবং যারা Open and Learning Course এর ক্ষেত্রে UGC এর অনুমোদন পেয়েছে, শুধুমাত্র সেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানই এই কোর্সটি করতে পারবে।
এই কোর্সের বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে UGC এর ওয়েবসাইট (Website) দেখে নিতে পারেন প্রার্থীরা।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh