HomeMoneyসরকারি কর্মীদের জন্য সুখবর! পুরনো পেনশন স্কিম নিয়ে বড়ো ঘোষণা, জেনে নিন...

সরকারি কর্মীদের জন্য সুখবর! পুরনো পেনশন স্কিম নিয়ে বড়ো ঘোষণা, জেনে নিন বিস্তারিত।

গত শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh) মন্ত্রিসভার এক বৈঠকে Old Pension Scheme নিয়ে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) সভাপতিত্বে যে তাতে স্বাভাবিক ভাবেই সকলেই খুশি। সরকারি কর্মচারীদের জন্য পুজোর আগে বেশ বড় সুখবর এটি। Old Pension Scheme এর অনুমোদন মিলেছে বহু সংখ্যক সরকারি কর্মচারীর। জানুন বিস্তারিত।

বেশ কয়েক মাস ধরেই New Pension Scheme চালু করার বিরুদ্ধে কর্মীরা। রীতিমতো ঝামেলায় জর্জরিত সকলে। এমনকি এই আবহে ‘পেনশন শঙ্খনাদ মহাব়্যালি’-র (Pension Sankhnad Mahavyali) ডাক দেওয়া হয়েছিল। কিন্তু কেনো সরকারি কর্মচারীদের নতুন পেনশন স্কিম নিয়ে এত আপত্তি? Old আর New Pension Scheme এর পার্থক্য কোথায়? কি জানা যাচ্ছে? আসুন দেখি।

পুরনো স্কিমের নিয়ম কি ছিল?

পুরনো স্কিম মারফত একজন কর্মচারী তাঁর কর্মজীবনের সর্বশেষ বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। মিলবে অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধাও।

নতুন স্কিমের নিয়ম কি?

নতুন স্কিমের নিয়ম অনুযায়ী একজন কর্মচারী তাঁর কর্মজীবনের পরে কত টাকা পেনশন হিসেবে পাবেন তা নির্ভর করে কর্মী জমানো অর্থ, চাকরিতে যোগ দেওয়ার তারিখ, কি ধরনের বিনিয়োগ করা হয়েছে এবং কত পরিমাণ বিনিয়োগে কত টাকা আয় হয়েছে তাঁর ওপরে। এছাড়া নতুন নিয়মে একজন কর্মচারী তাঁর সঞ্চিত অর্থের মোট ৬০ শতাংশ তুলতে পারেন। বাকি অংশ অর্থাৎ বাকি ৪০ শতাংশ Annuity তে বিনিয়োগ করা হয়।

প্রাথমিক হিসাব বলছে যে নতুন স্কিমে সরকারি কর্মচারী শেষ যে বেতন তুলেছিলেন, সেটার ৩৫ শতাংশের মতো পেনশন বাবদ পাওয়া যায়। তবে সেটা যে মিলবে, এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ পুরোটাই বাজারভিত্তিক।

দুটি স্কিমের মধ্যে এমন বিস্তর ফারাক থাকার কারণেই সরকারি কর্মীদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়েছে। সকলেই প্রায় চান Old Pension Scheme বজায় রাখতে কারণ অধিকাংশের দাবি যে এতে কোনো ঝুঁকি নেই। আবার অন্যদিকে এক পক্ষের দাবি যে, ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme) যে বাজার-নির্ভর, তা ঠিক। কিন্তু দীর্ঘকালীন ক্ষেত্রে তাতে বেশি লাভবান হবেন কর্মীরা।

প্রসঙ্গত যে প্রাথমিকভাবে এই নিয়ম শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্যই করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সব রাজ্য সরকারি কর্মীদের জন্য তা চালু করা হয়। তবে সম্প্রতি ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচলপ্রদেশ, পঞ্জাবের মতো রাজ্যে নতুন করে চালু হয়েছে OPS অর্থাৎ Old Pension Scheme আর তাতে স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির রেশ দেখা যাচ্ছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular