সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক ভাতা ও সুবিধার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার এগুলি বাদেও সরকারি কর্মচারীদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা ঘোষণা সরকারের।
আগামী জুলাই মাসে ডিএ-এর টাকা ছাড়াও অতিরিক্ত কিছু টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এই অতিরিক্ত অর্থ হলো ভ্রমণ ভাতার। এই বিষয়ে গুরুত্বপূর্ণ মেমো জারি করেছে অর্থ দফতর।
এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীরা সপরিবারে ভ্রমণের জন্য শুধুমাত্র প্লেন বা ট্রেনের টাকা পেতেন। গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা ছিল না। এবার এই নিয়েই সরকারের তরফে বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেমো মোতাবেক, যে সমস্ত স্বল্প দূরত্বের গন্তব্য যেখানে যেতে বিমান বা ট্রেনের দরকার হয়না এবং গাড়ি ভাড়া করতে হয়, সেই ক্ষেত্রে প্রতি কিমি পথ যেতে ১৬ টাকা বা ভ্রমণে মোট খরচ, যেটা কম, এলটিসি বাবদ তার রিইম্বার্সমেন্ট (Reimbursement) প্রদান করা হবে। খরচ যোগাবে রাজ্য সরকার।
অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে এই ভাতার জন্য কোনোরূপ অনুমতি নেবার প্রয়োজন নেই। যে কোনও দফতর নিজেরাই এই অর্থের অনুমোদন দিতে পারবেন। তবে হ্যাঁ, এই রিইম্বার্সমেন্টের (Reimbursement) জন্য সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আরো জানা গেছে যে, গন্তব্যে পৌঁছতে যে রুটটি সবথেকে সংক্ষিপ্ত হবে, সেই রুটের ভিত্তিতেই অর্থাৎ সেই রুটের দূরত্বের হিসেবেই সরকারি কর্মীরা লিভ ট্রাভেল অ্যালাওয়েন্স (Leave Travel Allowance) পাবেন।