HomeJob updatesNIT দুর্গাপুরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জানুন।

NIT দুর্গাপুরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জানুন।

দুর্গাপুরের National Institute of Technology বা NIT তে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের Engineering Department এর তরফে ওয়েবসাইটে (Website) প্রকাশিত হয়েছে এই কর্মবিজ্ঞপ্তি। জানুন বিস্তারিত। (NIT Durgapur JRF Recruitment)

পদের নাম:

Junior Research Fellow(JRF)

শূন্যপদ:

২টি।

আবেদনের যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Electrical Engineering/Electrical and Electronics Engineering/Electronics and Communication Enginnering/Computer Science Engineering এ ন্যূনতম ৬৫% নম্বরসহ Master of Engineering অথবা Master of Technology ডিগ্রি সম্পন্ন হতে হবে।
ii) এছাড়াও Image Processing এবং Machine Learning এর কাজ যদি প্রার্থী জেনে থাকেন, তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন:

প্রতি মাসে ফেলোশিপ (Fellowship) বাবদ ৩১ হাজার টাকা করে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

i) ইচ্ছুক প্রার্থীকে প্রথমে NIT Durgapur এর Official Website এ যেতে হবে।
ii) সেখানে গিয়ে ‘Homepage’ থেকে ‘Career’ অপশনে গেলেই প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Notification) দেখতে পাবেন।
iii) বিজ্ঞপ্তি থেকে এবার আবেদনপত্র ডাউনলোড (Download) করে দরকারি তথ্য (Important Documents) সমেত আবেদনপত্র (Application Form) পূরণ করে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন:

আগামী ৩০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে বাছাই করা হবে যোগ্য প্রার্থীকে।

ইন্টারভিউয়ের তারিখ:

আগামী ৩১ জুলাই, সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ(Interview)। তবে, তবে তার আগে অবশ্যই আবেদনপত্র জমা দেওয়া সম্পন্ন করবেন।

এই সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (Website) দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular