HomeJob updatesNIELIT-তে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত।

NIELIT-তে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সরকারের অধীনস্থ একটি সংস্থা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে (NIELIT) গ্রুপ বি এবং গ্রুপ সি এর একাধিক বিভাগে কর্মীদের নিয়োগ করা হবে। ১৭ টি আলাদা আলাদা বিভাগে বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগ করা হবে।

দেশের যে কোন রাজ্য থেকেই উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ছেলে এবং মেয়েরা আবেদনের যোগ্য। (NIELIT Recruitment)

NIELIT তে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

(1) Scientist C
(2) Scientist B
(3) ওয়ার্কশপ সুপারিন্টেনডেন্ট
(4)অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
(5) ডেপুটি ম্যানেজার / Deputy Manager
(6) প্রাইভেট সেক্রেটারি / Private Secretary
(7) Sr. Technical Assistant
(8) Sr. Technical Assistant (স্টোর)
(9) Sr. Technical Assistant (সিভিল)
(10) Personnel Assistant
(11) জুনিয়র অ্যাসিস্টেন্ট
(12) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
(13) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
(14) ড্রাইভার / Driver
(15) ইলেকট্রিশিয়ান / Electrician
(16) লাইব্রেরী অ্যাসিস্টেন্ট / Library Assistant
(17) মাল্টি টাস্কিং স্টাফ / Multi Tasking Staff

মোট শূন্যপদ-

সমস্ত বিভাগ মেলিয়ে মোট ৫৬ জনকে নিয়োগ করা হবে। কোন বিভাগে কতগুলি শূন্যপদ রয়েছে, তা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

বয়সসীমা-

সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভাগের জন্য বয়স সীমা আলাদা আলাদা রয়েছে।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় পাবেন।

আবেদন শেষ-

14/08/2023

শিক্ষাগত যোগ্যতা-

বিভিন্ন বিভাগের শূন্যপদে আবেদন করার জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। বিস্তারিত জানতে হলে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিন।

বেতন-

পে লেভেল ১ থেকে সর্বোচ্চ পে লেভেল ১০ পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন মূল্য-

পে লেভেল 10 বা তার বেশি: অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৮০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৪০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

পে লেভেল 7 বা তার কম: অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৬০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৩০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি-

https://www.nielit.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular