আর মাত্র কদিন পরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক বিভ্রান্তি সৃষ্টি হয় এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সর্বোতভাবে চেষ্টা করা হয় পরীক্ষা পদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালনা করার। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। প্রায় প্রতিবার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে অনেক অভিযোগ জমা হয় মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে। এবছর মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতে 19 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে।
পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে আসা থেকে উত্তর পত্র নিয়ে যাওয়া অবধি সবসময় সাথে থাকবে পুলিশের নিরাপত্তা। প্রত্যেকটি জেলা শাসক এবং পুলিশ সুপারদের আইন-শৃঙ্খলায় নজর রাখতে বলা হয়েছে।
নবান্ন তরফ থেকে রাজ্যের প্রত্যেকটি জেলা ভিডিও, জেলাশাসক এবং এসডিওদের প্রত্যেকটি স্পর্শকাতরক পরীক্ষাকেন্দ্র গুলিকে পরিদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্পর্শকাতর কেন্দ্রগুলির এলাকাতে কোনরকম বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা এড়াতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখতে পারে রাজ্য সরকার।
পরীক্ষা কেন্দ্রে কোনরকম ইলেকট্রিক সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোন জায়গাতেই যেন লাউড স্পিকার না চালানো হয়, তার দিকে বিশেষভাবে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্প লাইন নাম্বার প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।
বহু ছাত্র-ছাত্রীরা অনেক দূর থেকে পরীক্ষা দিতে আসেন, যাদের এক্সাম সেন্টার বাড়ি থেকে অনেক দূরে পড়ে। তাদের কথা ভেবে রাজ্যের পরিবহন দপ্তরকেও সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। যাতে করে পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে।
মাধ্যমিক পরীক্ষার কয়েকটি বিশেষ নিয়মাবলী:
- সকাল ১১:৪৫ এর মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে।
- প্রত্যেক পরীক্ষার্থীর সাথে এডমিট কার্ড রাখতে হবে।
- দুপুর বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত চলবে পরীক্ষা।
অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় শেষ হবার আগেই পরীক্ষা শেষ করে বাইরে বেরিয়ে যান এবং তাদের প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ে। এবং পরে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের উপরে। তাই এবারের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী হলের বাইরে যেতে পারবেন না।