HomeJob updatesনবান্নে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

নবান্নে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অধীনে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (Nabanna Recruitment 2023)

নিয়োগ বোর্ড:

Nabanna

পোস্টের নাম:

i) Junior Consultant
ii) Consultant

বিভাগ:

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ

শূন্যপদের সংখ্যা:

এখনো পর্যন্ত তিনটি। পরে বৃদ্ধি পেতে পারে।

যোগ্যতা:

i) Consultant:
a) এই পদে আবেদনের জন্য একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি (Masters Degree) বা MBA/MPA/MPA/MPP অর্জন করে থাকতে হবে প্রার্থীকে।
b) প্রার্থীর অন্তত 2 বছরের বেশি সময়ের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

ii) Junior Consultant:
a) প্রার্থীর অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রী (Masters) বা MBA/MPA/MPA/MPP/ অর্জন করে থাকতে হবে।
b) প্রার্থীর অন্তত 1 বছরের বেশি সময়ের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বয়সসীমা:

i) আবেদনকারীর বয়স সর্বোচ্চ 36 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

আবেদন ফি:

কোনোরকম আবেদন ফি লাগবে না।

মাসিক বেতন:

i) Consultant: 1,25,000/- টাকা।
ii) Junior Consultant: 75,000/- টাকা।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে এ দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে প্রিন্ট আউট (Print Out) বের করে নিতে হবে।
iii) এবারে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

নির্বাচন প্রক্রিয়া:

Walk in Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।

আরো বিস্তারিত জানতে হলে প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular