“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।”
আমাদের জন্মভূমি ভারত সেরার সেরা। সে তার সংস্কৃতি, ঐতিহ্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। ভারতবাসী (Indian Citizen) হিসেবে গর্ব করার মতন আরেকটি বিষয় ঘটেছে। কী বলুন তো? একটি রিপোর্ট অনুসারে, ভারতে এমন একটি গ্রাম রয়েছে যা এশিয়ার সবচেয়ে শিক্ষিত গ্রাম(Educated Village)। পুরো এশিয়ার (In the Whole Asia) মধ্যে সেরা! কত গর্বের বিষয় বলুন তো? আজকের এই প্রতিবেদনে সেই গ্রামটির সম্পর্কে জানবো।
গ্রামের নাম ‘ধোরা মাফি’(Dhora Maphi)। উত্তরপ্রদেশের আলিগড় জেলার (Aligarh District in Uttarpradesh) ছোট্ট এক গ্রাম এটি যা ২০০২ সালে এশিয়ার সবথেকে শিক্ষিত গ্রাম (Most Educated Village) হওয়ার জন্য ‘লিমকা বুক অফ রেকর্ডস'(Limca Book of Records)-এ তালিকাভুক্ত (Enlisted) হয়।
রিপোর্টে থাকা তথ্য অনুযায়ী জানা গেছে যে এই গ্রাম দেশকে উপহার দিয়েছে বহু বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক এবং আইএএস অফিসার(Scientist, Doctor, Engineering, Professor and IAS Officer)। এই গ্রামের সাক্ষরতার হার ৭৫ শতাংশের বেশি। ভাবতে পারছেন হিসেবটা?
আরো একটি কারণে এই গ্রাম দেশের সবচেয়ে উন্নত গ্রামগুলির মধ্যে অন্যতম একটি গ্রাম হয়ে উঠেছে। কী কারণ বলুন তো? উত্তরটি হলো -২৪ ঘন্টা বিদ্যুৎ এবং সারাদিন জল সরবরাহ। এই গ্রামে একটি ইংরেজি মাধ্যম স্কুল এবং কলেজও রয়েছে। ‘ধোরা মাফি’-র (Dhora Maphi) গ্রামের জনসংখ্যা প্রায় দশ থেকে এগারো হাজার।
এই গ্রামে প্রায় ৮০ শতাংশ পরিবারের মধ্যে মাথাপিছু অন্তত একজন সদস্য বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি বিভাগে ( Department of State Government and Central Government) কর্মরত। এই গ্রামের প্রধান জীবিকা কিন্তু কৃষিকাজ নয়। এখনকার মানুষ জীবিকা নির্বাহের জন্য কৃষির পরিবর্তে শিক্ষার ওপর বেশি নির্ভরশীল।
গ্রামের প্রধান ডাঃ নুরুল আমিন (Dr. Nurul Amin) জানান যে এই গ্রামে প্রতিটি বাসিন্দার মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি বজায় রয়েছে। বিভিন্ন সম্প্রদায় ও বিভিন্ন গোষ্ঠীর মানুষ এই গ্রামে বছরের পর বছর ধরে কোনরকম ভেদাভেদ ছাড়াই একসঙ্গে বসবাস করে আসছে আর সেটিই এই গ্রামের সফলতার প্রধান কারণ।
-Written by Riya Ghosh