চাকরির দাবিতে প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি পশ্চিমবঙ্গ। চাকরিপ্রার্থীরা বিক্ষোভ, আন্দোলন করেই চলেছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্য সরকার(West Bengal State Government) একেবারেই কোণঠাসা। বিভিন্ন সরকারি চাকরিতে অনিয়ম হয়েছে এই অভিযোগে মামলা চলছে হাইকোর্টে।
পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এই ঘোষণা করেছিলেন বেশ কিছু পদে নিয়োগের। যা নিঃসন্দেহে চাকরিপ্রার্থীদের কাছে একটি দারুন খুশির খবর। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, আগামী এক বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে 1 লক্ষ 25 হাজার জনকে নিয়োগ(West Bengal Government Job Recruitment) করা হবে।
এর আগে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে, রাজ্যে বিপুল সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। নতুন যে স্টাফ সিলেকশন কমিশন গঠন করা হয়েছে, তারা এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামী দিনে প্রায় 12000 শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে রাজ্য। আর কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার এর কোনো ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক নিয়োগ করা হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে। কয়েক হাজার চিকিৎসক, নার্স এবং পুলিশের পদে নিয়োগ করা হবে।
কোন কোন পদে কতজন কর্মী নিয়োগ করা হবে দেখুন:
- প্রাথমিক: ১১০০০ জন।
- উচ্চ প্রাথমিক: ১৪৫০০ জন।
- কলেজ বিশ্ববিদ্যালয়: ২,২০০ জন অধ্যাপক।
- পুলিশ বাহিনীর বিভিন্ন পদ: ২০,০০০ জন।
- Excise Constable: ৩০০০ জন।
- Group-D: ১২,০০০ জন।
- Group-C: ৩,০০০ জন।
- স্বাস্থ্য দফতরে ডাক্তার: ২০০০ জন।
- নার্স: ৭,০০০ জন।
- কমিনিউটি হেল্থ ওয়ার্কার: ২০০০ জন।
- ASHA কর্মী:৭০০০ জন।
- অঙ্গনওয়াড়ি ওয়ার্কার: ৯,৪৯৩ জন।
- অঙ্গনওয়াড়ি হেপ্পার: ১৩,৯২৬ জন।
- রাজ্য সরকারের অন্যান্য পদে: প্রায় ১৭,৮০০ জন।