HomeEducation Newsপ্রকাশ পেলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, আরো এগিয়ে এলো পরীক্ষা নাকি?...

প্রকাশ পেলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, আরো এগিয়ে এলো পরীক্ষা নাকি? জানুন।

প্রথমে ১৪ ফেব্রুয়ারি, তারপর ১২ ফেব্রুয়ারি আর এবার ১০ ফেব্রুয়ারি! ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দিন আরো এগিয়ে আসতে পারে? সেরকমই রুটিন প্রকাশ করেছে পর্ষদ। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি। কি জানা গেছে পরীক্ষার সুচিতে? জেনে নিন বিস্তারিত।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন:

১) ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা।

২) ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা।

৩) ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।

৪) ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।

৫) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।

৬) ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।

৭) ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।

৮) ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।

পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ২ তো অবধি। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয়েছে অন্যান্য বছরের মতোই। সকাল ১১ টা থেকে লেখা শুরু করা যাবে। লেখার জন্য সময় পাওয়া যাবে তিন ঘণ্টা।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

১) ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার সূচি এখনও ঘোষণা করা হয়নি। পরবর্তীতে তা ঘোষণা করা হবে।
২) সেলাই পরীক্ষা চলবে দীর্ঘ ৪ ঘণ্টা ১৫ মিনিট পর্যন্ত।
৩) কম্পিউটার অ্যাপ্লিকেশনের থিওরি পেপারের পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট বরাদ্দ করা হয়েছে এবং এরপর হবে প্রাকটিক্যাল পরীক্ষা।
৪) মিউজিকের ক্ষেত্রে থিওরি পেপারের পরীক্ষা হবে ২ ঘণ্টা ১৫ মিনিট ও প্র্যাকটিকাল পরীক্ষার সূচি পরে প্রকাশিত হবে।

এখনো এই সূচি পরিবর্তন হবার সম্ভাবনা আছে। তবে আপাতত এটিই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular