HomeEducation Newsবার বার বদলেছে রুটিন, সময় নিয়ে বিভ্রান্তি। জানুন মাধ্যমিকের ফাইনাল রুটিন ও...

বার বার বদলেছে রুটিন, সময় নিয়ে বিভ্রান্তি। জানুন মাধ্যমিকের ফাইনাল রুটিন ও নিয়ম কানুন।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam West Bengal)। প্রত্যেক বছর রাজ্যের কয়েক লক্ষ ছেলে এবং মেয়েরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতিবছর দেখা যায় যে অন্তত ৯ থেকে ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। তবে এবারে উল্লেখযোগ্যভাবে পরীক্ষার্থীর সংখ্যা কম। অন্যান্য বারের তুলনায় গড়ে ৪ লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এইবারে।

মাধ্যমিক পরীক্ষার সরকারি ভাবে রুটিন পরিবর্তন এবং বেশ কয়েকটি কারণের জেরে রুটিন পরিবর্তনের গুজব সংক্রান্ত কারণে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের মনে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই পরীক্ষার রুটিন আপাতত দুবার প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকবার অন্য কিছু পরীক্ষার তারিখ বদলের ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাই ছাত্র-ছাত্রীদের মনের সংশয় দুর করতে নিচে দেওয়া হলো এইবারের মাধ্যমিক পরীক্ষার ফাইনাল রুটিন (Madhyamik Exam Routine 2023)।

মাধ্যমিক পরীক্ষার রুটিন:

২৩ ফেব্রুয়ারি, (বৃহস্পতিবার)– বাংলা
২৪ ফেব্রুয়ারি, (শুক্রবার)– ইংরাজি
২৫ ফেব্রুয়ারি, (শনিবার)– ভূগোল
২৮ ফেব্রুয়ারি, (মঙ্গলবার)– জীবন বিজ্ঞান
১ মার্চ, (বুধবার)– ইতিহাস
২ মার্চ, (বৃহস্পতিবার) – গণিত
৩ মার্চ, (শুক্রবার) – ভৌত বিজ্ঞান
৪ মার্চ, (শনিবার) – ঐচ্ছিক বিষয়

পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের বেশ কয়েকটি নিয়ম কানুন মাথায় রাখতে হবে যেগুলি অমান্য করলে পরীক্ষা বাতিল হতে পারে বা বড় কোন পদক্ষেপের পথে যেতে পারে শিক্ষা পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষার নিয়মাবলী:

১. সকাল ১১ টা ৪৫ এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে।
২. প্রত্যেক পরীক্ষার্থীর সাথে এডমিট কার্ড রাখতে হবে।
৩. পরীক্ষা কেন্দ্রে কোনরকম ইলেকট্রিক ডিভাইস নিয়ে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ।
৪. দুপুর বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত চলবে পরীক্ষা।
৫. পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী হলের বাইরে যেতে পারবেন না।

ইতিপূর্বে ২৭শে ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু উপনির্বাচনের জন্য সেই পরীক্ষার তারিখ পিছিয়ে ১ মার্চ করা হয়েছে।

আবার ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচনের পরের দিন হবার কারণে অনেকে আশঙ্কা করেছিলেন যে ভোট কর্মীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন না বলে ছুটি দেওয়া হবে। তবে অফিশিয়ালি এই বিষয়ে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। তাই ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার, জীবন বিজ্ঞানের পরীক্ষাটি সেই তারিখেই অর্থাৎ ২৮ তারিখেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular