HomeJob updatesকলকাতায় ICMR-এ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

কলকাতায় ICMR-এ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ICMR- National Institute of Cholera and Enteric Diseases এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(ICMR Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ICMR এর কলকাতা কেন্দ্রে প্রার্থীদের নিয়োগ করা হবে।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

ICMR Recruitment 2023 তে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম-

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

ল্যাব টেকনোলজি, লাইফ সাইন্স সহ একাধিক ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শূন্যপদে প্রার্থীদের নিয়োগ হবে।

মোট শূন্যপদ-

মোট ২৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

সপ্তম পে কমিশন অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে ৩৫৪০০-১১২৪০০ টাকা।

আবেদন শুরু-

05/07/2023

আবেদন শেষ-

10/08/2023

বয়সসীমা-

উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যে কোন বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

প্রতিটি ক্ষেত্রে টেকনিকাল এসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য তিন বছরের স্নাতক কোর্সে ফার্স্ট ক্লাস উত্তীর্ণ হতে হবে।

তাছাড়া প্রতিটা আলাদা আলাদা বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অতিরিক্ত যোগ্যতা রয়েছে। এই বিষয়ে বিশদে জানার জন্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি চেক করে নেবেন।

নিয়োগ পদ্ধতি-

পরবর্তীকালে ICMR এর তরফে বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করা হবে সেখানে নিয়োগ পদ্ধতি সম্পর্কে জানানো থাকবে।

আবেদন মূল্য-

আবেদন মূল্য সম্পর্কে কিছু জানানো নেই।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনঅফলাইনের মাধ্যমে আবেদন(Online Recruitment) করতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট(Official Website) icmr.gov.in এবং www.niced.org.in এ ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটগুলি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

Important Link

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular