রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কলকাতার পৌরসভা অর্থাৎ মিউনিসিপাল কর্পোরেশনের (Municipal Corporation) তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আবেদন করতে পারবেন যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা। আবেদন পদ্ধতিসহ সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
Employment No.:
08/Kolkata City NUHM Society/2023-24
পদের নাম:
Pharmacist
মোট শূন্যপদ:
১৯ টি
শিক্ষাগত যোগ্যতা:
- i) আবেদনকারী প্রার্থীর অবশ্যই নূন্যতম দুই বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট (Certificate of Diploma Course) থাকতে হবে ফার্মেসি বিষয়ে।
- ii) এছাড়াও প্রার্থীর নাম West Bengal Pharmacy Council এর Pharmasist হিসেবে নথিভুক্ত (Registered) থাকতে হবে।
মাসিক বেতন:
২২,০০০/- টাকা।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
- ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে নিজের সাম্প্রতিক বায়োডাটার সঙ্গে সমস্ত প্রকার যোগ্যতার প্রমাণপত্র একত্রে করে একটি মুখবন্ধ খামে ভরে সেটিকে পৌরসভার নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
The Control Room at the Central Municipal Office Buildings (KMC HEAD OFFICE) at 5 SN Banerjee Road, Kolkata-700013
আবেদনের শেষ তারিখ:
২২ ডিসেম্বর, ২০২৩
বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Links:
Official Website: Click Here
-Written by Riya Ghosh