HomeGovt Schemeকর্মসংস্থানে নয়া দিগন্ত 'খেলা হবে', আবেদন পদ্ধতি সহ জানুন বিস্তারিত।

কর্মসংস্থানে নয়া দিগন্ত ‘খেলা হবে’, আবেদন পদ্ধতি সহ জানুন বিস্তারিত।

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘খেলা হবে'(Khela Hobe)! গত ২১-এর বিধানসভা ভোটের আগে অতিপরিচিত স্লোগান দিয়েছিল রাজ্যের শাসক দল(Rural Party)। এবার এই নামেই শুরু হতে চলেছে প্রকল্প। কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পটির বিকল্প হিসেবে নতুন এই প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই প্রকল্পটি শুরুর কারণ কী?

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) কেন্দ্র সরকারের (Central Govt) বিরুদ্ধে অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার (Central Govt) ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। ভালোভাবে কাজ করার পরেও এই প্রকল্পে কাজের বিপরীতে টাকা পাচ্ছেন না রাজ্যের গরিব খেটে খাওয়া মানুষেরা। স্বাভাবিকভাবেই এতে এই গরিব মানুষদের পেটে টান পরছে। তাই গরীব মানুষদের টাকা যাতে না মারা যায়, সেই উদ্যেশেই এই নতুন ১০০ দিনের প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার(State Government)। নতুন এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘খেলা হবে'(Khela Hobe)।

আসুন জেনে নেওয়া যাক যে কেমন হবে এই প্রকল্প?

‘খেলা হবে’ (Khela Hobe) প্রকল্পটির নির্মাণ কেমন হবে তা এখনও রাজ্যের তরফে সুস্পষ্টভাবে বলা হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) বক্তব্য অনুযায়ী এই প্রকল্পটি যে কেন্দ্রের ১০০ দিনের প্রকল্পেরই মতোন হবে অর্থাৎ ১০০ দিনের কাজের মতই রাজ্যের বাসিন্দারা (Citizen of State) কাজ পাবেন এবং কাজের বিনিময়ে অর্থ পাবেন রাজ্য সরকারের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য যে গত ২১-এ জুলাই-এর মঞ্চে বক্তৃতা দেবার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এই প্রকল্পের বিষয়ে ঘোষণা করেন। রাজ্যের গরীব খেটে খাওয়া মানুষদের কথা ভেবেই যে এই প্রকল্পের সৃষ্টি, সে কথাও তিনি উল্লেখ করেন। এই কাজের টাকা পুরোটাই দেওয়া হবে রাজ্য সরকারের ফান্ড (Fund of State Government) থেকে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

রাজ্য সরকারের তরফে এখনো কিছু জানানো হয়নি যে কতজন বা কারা এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে রাজ্যের আধিকারিকরা জানিয়েছেন যেসব বাসিন্দার MGNREGS Card বা জব কার্ড (Job Card) সেইসব ব্যক্তিদের বিভিন্ন প্রকল্পে কাজ দেওয়া হচ্ছে। এই জব কার্ড এই রাজ্যে অন্তত ৬৮ লক্ষ বাসিন্দার রয়েছে এবং এই প্রকল্পে জব কার্ডধারীরা (Job Card Holders) গড়ে কাজ পেয়েছেন ২৬ দিন করে। বাকি থাকা আরো আড়াই কোটি শ্রমিককে এই কাজে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

কীভাবে নাম নথিভুক্ত (Name Enlisted) করা যাবে এই প্রকল্পে?

নবান্নের (Nabanna) তরফে এখনো এই নাম ভুক্তিকরণের বিষয়ে সিদ্ধান্ত (Decision) গ্রহণ করা হয়নি। তবে অদক্ষ শ্রমিকরাও এই প্রকল্পে নাম ভুক্তিকরণ (Name Enlisted) করতে পারেন এমনটা জানানো হয়েছে।

উল্লেখ্য যে আগামী সেপ্টেম্বর মাসেই রাজ্যে আবার শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্প এবং ওই ক্যাম্পেই ‘খেলা হবে’ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন রাজ্যের বাসিন্দারা এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular