HomeJob updatesইন্টারভিউয়ের মাধ্যমে CRS প্রজেক্ট ফেলো নেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়। জানুন বিস্তারিত।

ইন্টারভিউয়ের মাধ্যমে CRS প্রজেক্ট ফেলো নেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়। জানুন বিস্তারিত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রয়েছে কর্মী নিয়োগের (Recruitment) সুযোগ। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের Ecological Studies Department এর তরফে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানুন বিস্তারিত।

পদের নাম:

CRS Project Fellow (Junior)

কাজের মেয়াদ:

কাজের মেয়াদ এক বছর। এক বছর পরে প্রয়োজন অনুযায়ী তিন বছর বাড়তে পারে কাজের মেয়াদ।

শূন্যপদের সংখ্যা:

৩টি।

বেতনক্রম:

CRS Project Junior : মাসিক ১৪ হাজার টাকা।
CRS Project Junior 2: মাসিক ৩১ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

  • i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Life Science/ Environmental Science বিষয়ে ন্যূনতম ৫৫% নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি (Masters Degree) থাকতে হবে।
  • ii) আবেদনকারীর যদি Master of Engineering/ Master of Technology ডিগ্রি থাকে, তাহলে আবেদন করতে পারবেন তিনি।
  • বাকি সমস্ত যোগ্যতা জানতে চাইলে বিজ্ঞপ্তিটি (Notification) ভালো করে পড়ুন।

আবেদন প্রক্রিয়া:

i) সবার আগে প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
ii) প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Walk in Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ:

আগামী ২৪শে জুলাই।

ইন্টারভিউয়ের স্থান ও সময়:

বিজ্ঞপ্তিতে দেওয়া স্থানে ঠিক সকাল সাড়ে দশটার মধ্যে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউ নেওয়ার দিন আবেদনপত্র এবং নিজের সমস্ত দরকারি তথ্য (Important Documents) সঙ্গে রাখুন।

বিস্তারিত আরো তথ্য জানতে চাইলে প্রার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (Website of University) চেক করতে পারেন।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular